রাকিবুল ইসলাম তনু, পটুয়াখালী
বর্ণাঢ্য আয়োজনে দক্ষিণাঞ্চলের সর্বোচ্চ বিদ্যাপীঠ পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ২৩তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।
বুধবার (২৬ ফেব্রুয়ারি) সকালে ক্যাম্পাসের কৃষি অনুষদ প্রাঙ্গণে শান্তির প্রতীক পায়রা, বেলুন ফেষ্টুন উড়িয়ে ও কেক কেটে বিশ্ববিদ্যালয় দিবসের উদ্বোধন করেন ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. কাজী রফিকুল ইসলাম।
এ সময় বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষক, শিক্ষার্থী কর্মকর্তা ও কর্মচারীগণ উপস্থিত ছিলেন। পরে একটি শোভাযাত্রা শুরু হয়ে ক্যাম্পাস প্রদক্ষিণ করে বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে গিয়ে শেষ হয়। শোভাযাত্রা শেষে অধ্যাপক ড. মোহাম্মদ আতিকুর রহমান এর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সকল শিক্ষক, কর্মকর্তাদের সহায়তায় ভবিষ্যতে উচ্চশিক্ষা ও গবেষণায় দক্ষিণাঞ্চলকে সমৃদ্ধ করার প্রত্যয় ব্যক্ত করেন ভাইস চ্যান্সেলর।
দিবসটি উদযাপনে সারাদিন শিক্ষার্থীরা অংশ নেয় হাঁড়িভাঙা, হাঁসমুরগি দৌড়, রশি টানাটানি ও প্রীতি ফুটবল ম্যাচে। এছাড়া রাতে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ক্যাম্পাসে আলোকসজ্জায় ঝলমলে করে সাজানো হয়েছে।
এম/দৈনিক দেশতথ্য//

Discussion about this post