সচেতন নাগরিক কমিটি (সনাক), পটুয়াখালী-এর আয়োজনে ২৯ সেপ্টেম্বর ২০২২ তারিখ সকাল ১১ টায় এলজিইডি ভবন সম্মেলন কক্ষে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)’র পাঁচ বছর মেয়াদী (জানুয়ারী ২০২২-ডিসেম্বর ২০২৬) পার্টিসিপেটরি অ্যাকশন অ্যাগেইনস্ট করাপশন; টুওয়ার্ডস ট্রান্সপারেন্সি অ্যান্ড অ্যাকাউন্টেবিলিটি (প্যাকটা) প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়।
পটুয়াখালী সনাক সভাপতি রাধেশ্যাম দেবনাথ এর সভাপতিত্বে অনুষ্ঠিত প্রকল্প অবহিতকরণ সভায় প্রধান অতিথি ছিলেন পটুয়াখালী জেলা প্রশাসন এর সহকারি কমিশনার আসাদুজ্জামান। বিশেষ অতিথি ছিলেন প্যানেল মেয়র এ্যাড. কাজল বরন দাস, সহকারী তত্বাবধায়ক দিলরুবা ইয়াসমিন লিজা, মো: লতিফ হোসেন, নির্বাহী প্রকৌশলী, এলজিইডি, পটুয়াখালী।
এরিয়া কোঅর্ডিনেটর সুকুমার চন্দ্র মিত্র এর সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে সচেতন নাগরিক কমিটি (সনাক) পটুয়াখালী এর সহ-সভাপতি নাসিমা শাহীন বলেন, প্যাকটা প্রকল্পটি তথ্য-প্রযুক্তি নির্ভর কমিউনিটিভিত্তিক একটি প্রকল্প, যা কমিউনিটির জনগোষ্ঠীকে সম্পৃক্ত করে সেবাদাতা ও সেবাগ্রহীতাদের মধ্যে যোগসূত্র স্থাপনের মাধ্যমে কার্যকর ও টেকসই দুর্নীতিবিরোধী সামাজিক আন্দোলনকে এগিয়ে নেবে। দাতা সংস্থার অর্থায়নে প্রকল্পটি বাংলাদেশের ৪৫টি সনাক এলাকায় বাস্তবায়িত হবে।
প্যাকটা প্রকল্পটি বাংলাদেশ সরকারের বাংলাদেশের প্রেক্ষিত পরিকল্পনা ২০২১-২০৪১, অষ্টম পঞ্চবার্ষিক পরিকল্পনা ২০২১-২০২৫ এবং টেকসই উন্নয়ন অভীষ্ট (এসডিজি)’র সাথে সংগতিপূর্ন। শিক্ষা, স্বাস্থ্য, ভূমি, পরিবেশ এবং নির্মাণ খাতসমূহ এ প্রকল্পের কাজের আওতাভুক্ত হবে।
টিআইবি’র সিভিক এনগেজমেন্ট বিভাগের খুলনা ক্লাস্টার কোঅর্ডিনেটর মো: ফিরোজ উদ্দিন তার উপস্থাপনায় প্যাকটা প্রকল্পের লক্ষ্য, উদ্দেশ্য, কার্যক্রম, আওতাভুক্ত খাতসমূহ, প্রকল্পের অংশীজন, বাজেট ও বাস্তবায়ন পদ্ধতি সর্ম্পকে বিস্তারিত আলোচনা করেন।
এবি//দৈনিক দেশতথ্য//সেপ্টম্বর ২৯,২০২২//

Discussion about this post