পটুয়াখালী-১ (সদর, দুমকী ও মির্জাগঞ্জ) আসনের উপনির্বাচনে আওয়ামীলীগের মনোনয়ন পেয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আফজাল হোসেন। সোমবার (৩০ অক্টোবর) সন্ধ্যায় কেন্দ্রীয় আওয়ামীলীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার দিলিপ বড়ুয়া স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিকেলে জাতীয় সংসদ ভবনে প্রধানমন্ত্রীর শেখ হাসিনার এমপির সভাপতিত্বে তার কার্যালয়ে সংসদীয় মনোয়ন বোর্ডের সভা শেষে তাকে দলীয় মনোনয়ন দেওয়ার সিদ্ধান্ত নেয়া হয়।
পটুয়াখালী-১ আসনের উপনির্বাচনে ক্ষমতাসীন আওয়ামীলীগ গত বৃহস্পতি ও শুক্রবার আওয়ামী লীগের ধানমন্ডি কার্যালয় মনোনয়ন ফরম বিক্রি করে। এতে মোট ১০ জন দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেন।
পটুয়াখালী -১ আসনের সংসদ সদস্য ও সাবেক ধর্ম প্রতিমন্ত্রী, জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি প্রবীণ রাজনীতিবিদ আলহাজ্ব এ্যাডভোকেট শাহজাহান মিয়ার মৃত্যুতে আসন টি শূন্য হওয়ায় উপনির্বাচনের তফশিল ঘোষণা করে বাংলাদেশ নির্বাচন কমিশন।
নির্বাচন কমিশনের তফশিল অনুয়ায়ী ১ নভেম্বর মনোনয়নপত্র দাখিল, ২ নভেম্বর বাছাই, ৯ নভেম্বর প্রত্যাহার এবং ১০ নভেম্বর প্রতীক বরাদ্দের তারিখ ধার্য করা হয়েছে। ব্যালট পেপারের মাধ্যমে পটুয়াখালী-১ আসনে উপনির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ২৬ নভেম্বর। এই ভোট হবে ব্যালেট পেপার মাধ্যমে।
এবি//দৈনিক দেশতথ্য//অক্টোবর ৩১,২০২৩//