রাকিবুল ইসলাম তনু,পটুয়াখালী: গনঅধিকার পরিষদের কেন্দ্রীয় অর্থ বিষয়ক সম্পাদক ও উচ্চতর পরিষদ সদস্য শহীদুল ইসলাম ফাহিমকে আগামী জাতীয় সংসদ নির্বাচনে পটুয়াখালী-১ আসনের প্রার্থী হিসেবে ঘোষণা করেছেন দলটির সভাপতি নুরুল হক নুর।
সোমবার (১৬ জুন) সন্ধ্যায় পটুয়াখালী পৌর শহরের নতুন বাজারস্থ জেলা কার্যালয় প্রাঙ্গণে জেলা গনঅধিকার পরিষদের নেতৃবৃন্দের সাথে ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে এ ঘোষণা দেন তিনি।
এসময় তিনি বলেন, গণঅধিকার পরিষদকে আন্ডারস্টিমেট করবেন না। গণঅধিকার পরিষদ গত সাত বছরে ৭০ বছরের ইতিহাস তৈরি করেছে। তাই আমাদের সক্ষমতা নিয়ে প্রশ্ন তুলবেন না।
কেন্দ্র দখল করে সিল পিটিয়ে এমপি ও চেয়ারম্যান হওয়ার সেই দিন আর নেই উল্লেখ করে নুর বলেন, ’সময় যতদিন লাগে সরকার নেবে, আগে নির্বাচনের পরিবেশ সৃষ্টি হবে তারপর নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করবেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে না আসা ও লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি না হওয়া পর্যন্ত নির্বাচন হবে না।’
এ সময় কেন্দ্রীয়, জেলা ও উপজেলার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Discussion about this post