রাকিবুল ইসলাম তনু,পটুয়াখালী: “চিকিৎসা হবে জনতার, হাসপাতাল হবে মানবতার” এই প্রতিপাদ্য নিয়ে পটুয়াখালী ২৫০ শয্যা হাসপাতালের বিভিন্ন অনিয়ম দূর্নীতির বিরুদ্ধে ১০ দফা দাবিতে শান্তিপূর্ণ মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করেছে সাধারণ শিক্ষার্থীরা।
সোমবার (১৯আগস্ট) সকাল ১১ টায় হাসপাতাল প্রাঙ্গণে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়। এসময় শাতাধিক শিক্ষার্থী এ কর্মসূচিতে অংশ গ্রহন করেন।
শিক্ষার্থীরা তাদের বক্তব্যে বলেন, হাসপাতালে যে সকল দূর্নীতি ও অনিয়ম রয়েছে তার অবসান ঘটিয়ে চিকিৎসকদের রোগীদের সেবায় কাজ করতে হবে, হাসপাতালের ফ্রী ওষুধ রোগীদের প্রদান করতে হবে, টেষ্টের সরঞ্জামাদি আধুনিকায়ন করে সকল টেষ্ট হাসপাতালে করতে হবে, খাবারের মান উন্নত করতে হবে।
মানববন্ধন শেষে শিক্ষার্থীরা হাসপাতালের তত্ত্বাবধায়কের কাছে ১০ দফা দাবী সম্বলিত স্মারক লিপি প্রদান করেন।

Discussion about this post