Print Date & Time : 23 August 2025 Saturday 12:55 pm

পটুয়াখালী-৪ আসনে ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের মনোনয়ন প্রত্যাশী মিছবাহ

গোফরান পলাশ, কলাপাড়া (পটুয়াখালী): জাতীয় সংসদের ১১৪, পটুয়াখালী-৪ আসনে ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের প্রার্থী হিসেবে মনোনয়ন পেলে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে চান বিশিষ্ট ইসলামী বক্তা মুফতি মো. হাবিবুর রহমান মিছবাহ।

সোমবার দুপুরে কলাপাড়া প্রেসক্লাবের ইঞ্জিনিয়ার মো. তৌহীদুর রহমান মিলনায়তনে স্থানীয় গণমাধ্যম কর্মীদের সাথে এক মত বিনিময় সভায় তিনি এ কথা বলেন।

দলের মনোনয়ন বঞ্চিত হলেও দল যাকে মনোনয়ন দেবে তার পক্ষেই নির্বাচনে কাজ করতে চান তিনি।

ইসলামী শাসনতন্ত্র আন্দোলন’র মহিপুর থানা শাখার সিনিয়র সদস্য মো. হাবিবুর রহমান মিছবাহ আরও বলেন, ‘পীর সাহেব চরমোনাই’র ডাকে আগামী ২৮ জুন ঢাকার রাজপথে সমাবেশের ডাক দেয়া হয়েছে। এ সমাবেশ থেকে রাষ্ট্রযন্ত্রের সংস্কার, সুষ্ঠু নির্বাচন, ফ্যাসিবাদের বিচার সহ আগামীর বাংলাদেশ বিনির্মাণের গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা আসবে।’

এর আগে প্রেসক্লাবের পক্ষ থেকে তাকে ফুলেল শুভেচ্ছা সহ কর্মসংস্থান, এগ্রো কৃষি ও সমাজ সেবায় বিশেষ অবদানের জন্য ক্রেস্ট ও উত্তরীয় পরিয়ে দেন ক্লাবের আহ্বায়ক মো. হুমায়ুন কবির ও সদস্য সচিব এসএম মোশারেফ হোসেন মিন্টু।

পরে হাবিবুর রহমান মিছবাহ স্থানীয় গণমাধ্যম কর্মীদের সাথে মত বিনিময় করেন। এ সময় কলাপাড়ায় কর্মরত প্রিন্ট, অনলাইন নিউজ পোর্টাল ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।