রাকিবুল ইসলাম তনু, পটুয়াখালী :
পটুয়াখালীতে অ্যাম্বুলেন্স মালিক কল্যাণ সমিতির উদ্যোগে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
৬-দফা বাস্তবায়নের দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সোমবার সকালে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
ওই সংগঠনের জেলা শাখার সভাপতি শাহিন মৃধার সভাপতিত্বে পটুয়াখালী জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।এ মানববন্ধনে বক্তব্য রাখেন ওই সংগঠনের
সভাপতি শাহিন মৃধা, সাধারণ সম্পাদক সাকিল মৃধা, সহ-সভাপতি গোলাম মোস্তফা, যুগ্ম সাধারণ সম্পাদক মিন্টু মৃধা, কোষাধ্যক্ষ দুলাল,সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান, প্রচার সম্পাদক জহিরুল প্রমূখ।
বক্তারা বলেন, মানব সেবা উন্নয়নে বিভিন্ন রোগীদের দ্রুত চিকিৎসা সেবা সহায়তা ও জীবন বাঁচাতে অ্যাম্বুলেন্সে পরিবহনের মাধ্যমে মানুষের সেবা দিয়ে থাকি।
এ অ্যাম্বুলেন্স পরিবহনে নানাবিধ সমস্যাসমূহ দূরকরণের লক্ষ্যে সরকার ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের দৃষ্টি আকর্ষণ করে ৬ দফা দাবি উপস্থাপন করা হয়।
দৈনিক দেশতথ্য//এস//

Discussion about this post