Print Date & Time : 2 August 2025 Saturday 11:25 am

পটুয়াখালীতে আন্তর্জাতিক স্বেচ্ছাসেবক দিবস পালিত

পটুয়াখালীতে আজ আন্তর্জাতিক স্বেচ্ছাসেবক দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে ।

মঙ্গলবার ( ৫ ডিসেম্বর) বেলা ১১ টায় সমাজসেবী সংগঠন বদরপুর সমাজকল্যান সংস্থার আয়োজনে পটুয়াখালী প্রেসক্লাব ভবনের ড. আত্হার উদ্দিন মিলনায়তনে বদরপুর সমাজকল্যান সংস্থার সভাপতি মোঃ শিহাব উদ্দিনের সভাপতিত্বে ও সংস্থার পরিচালক সাইদুর রহমান রাজুর সঞ্চালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়

আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, পুলিশ সুপার মোঃ সাইদুল ইসলাম (বিপিএম- পিপিএম)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের শিশু বিভাগের সহকারী অধ্যাপক ডাঃ অহিদুজ্জামান, সদর উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও বদরপুর সমাজকল্যান সংস্থার আজীবন সদস্য বি. এম শাহজাহান পারভেজ, উপজেলা সমাজসেবা অফিসার জহিরুল ইসলাম, জেলা সম্মিলিত সাংস্কৃতিক জোটের যুগ্ম সাধারন সম্পাদক অ্যাড. মনোয়ার হোসেন, স্বাধীনতা ব্যাংকার্স পরিষদের ( জনতা ব্যাংক) সাধারন সম্পাদক মো. আরিফ হোসেন কামাল, স্বেচ্ছাসেবক কে. এম জাহিদ হোসেন, মো. ফয়সাল প্রমুখ।
অনুষ্ঠানে প্রধান অতিথি স্বেচ্ছায় সামজিক উন্নয়ন কার্যক্রমে বিশেষ ভূমিকা রাখার জন্য বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের প্রধানদেরকে সম্মাননা ক্রেস্ট প্রদান করেন।

জাতিসংঘ ৫ ডিসেম্বরকে আন্তর্জাতিক স্বেচ্ছাসেবক দিবস হিসেবে ঘোষণা করেছে। স্বেচ্ছাসেবী সংস্থাগুলির পক্ষে বিশ্ব সম্প্রদায়, বেসরকারী সংস্থা (এনজিও), জাতিসংঘের সংস্থা, সরকারি কর্তৃপক্ষ এবং বেসরকারী খাতের সাথে তাদের প্রচেষ্টাকে উৎসাহিত করা, তাদের কাজের প্রচার করা, তাদের মূল্যবোধ ভাগ করে নেয়ার এক অনন্য সুযোগ সৃষ্টি হয় এর মাধ্যমে।

দৈনিক দেশতথ্য//এইচ//