Print Date & Time : 5 July 2025 Saturday 12:05 pm

পটুয়াখালীতে আ.লীগের শান্তি সমাবেশ

রাকিবুল ইসলাম তনু, পটুয়াখালী : বিএনপি-জামাত অশুভ শক্তির সন্ত্রাস-নৈরাজ্য ও ষড়যন্ত্রমূলক অপরাজনীতির বিরুদ্ধে পটুয়াখালীতে শান্তি সমাবেশ জেলা আওয়ামী লীগ।

শনিবার (১১ মার্চ) সকাল ১১ টায় শহরের লঞ্চ ঘাট এলাকায় এ শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়।

জেলা আওয়ামী লীগের সভাপতি কাজী আলমগীরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আফজাল হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী সংরক্ষীত আসনের সংসদ সদস্য কাজী কানিজ সুলতানা হেলেন,
জেলা আওয়ামী লীগের সহ সভাপতি আলহাজ্ব অ্যাড. সুলতান আহমদ মৃধা, সাধারণ সম্পাদক ভিপি আবদুল মান্নান, পৌর মেয়র মহিউদ্দিন আহাম্মেদ, জেলা যুবলীগের সভাপতি অ্যাড. শহিদুল ইসলাম শহিদ, সাধারণ সম্পাদক সৈয়দ সোহেল সহ জেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, কৃষক লীগ, মহিলা লীগসহ অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

এসময় বক্তারা বলেন, স্মাট বাংলাদেশের অগ্রযাত্রা স্থবির করতে বিএনপি নানা কর্মসূচি দিচ্ছে। বিএনপি-জামাতের অপতৎপরতা প্রতিহত করতে আওয়ামী লীগ সুসংগঠিত রয়েছে। আগামী জাতীয় সংসদ নির্বাচনে আবারও আওয়ামী লীগকে ক্ষমতায় আনা হবে।

দৈনিক দেশতথ্য//এসএইচ//