রাকিবুল ইসলাম তনু, পটুয়াখালী :পটুয়াখালীতে বিএনপির প্রতিবাদ সমাবেশ ও আওয়ামী লীগের শান্তি সমাবেশকে কেন্দ্র করে দুই দলের মধ্যে সংঘর্ষ হয়েছে।
এতে দুই দলের শতাধিক নেতাকর্মী আহত হয়েছে। টিআর শেল নিক্ষেপ করে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।
বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার মুক্তি এবং তেল, গ্যাস সহ নিত্য প্রয়োজনীয় পন্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে শনিবার সকালে কেন্দ্র ঘোষিত কর্মসূচী উপলক্ষে শহরের বনানী মোড়স্থ দলীয় কার্যালয়ের সামনে প্রতিবাদ সমাবেশের জন্য জড়ো হয় বিএনপির নেতা-কর্মীরা। বিএনপি নেতাদের অভিযোগ তাদের কর্মসূচী বানচাল করতে ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছা সেবক লীগের নেতা-কর্মীরা হামলা চালিয়ে তাদের শতাধিক নেতাকর্মীকে আহত করে।
অপর দিকে আওয়ামী লীগ নেতাদের দাবি তাদের শান্তি সমাবেশে বিএনপি নেতা-কর্মীরা ইটপাটকেল নিক্ষেপ করে তাদের সমাবেশ পন্ড করেছে। এতে ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর হাসান আরিফ, পটুয়াখালী জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি, জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক নাসির উদ্দিন হাওলাদার, সাবেক ২নং ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক জেলা যুবলীগ নেতা আখতারুজ্জামান সুমন সহ একাধিক নেতা-কর্মী আহত হয়েছে।
পুলিশ সুপার জানান রাজনৈতিক কর্মকান্ড নিয়ে দুই দলের সংঘর্ষ হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে পুলিশ তিন রাউন্ড টিআর শেল নিক্ষেপ করে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।
কর্মসূচী পন্ড হওয়ায় সংবাদ সম্মেলন করেছে বিএনপি।
দৈনিক দেশতথ্য//এইচ//

Discussion about this post