Print Date & Time : 22 April 2025 Tuesday 9:35 am

পটুয়াখালীতে সড়ক দুর্ঘটনায় একজন নিহত

পটুয়াখালীতে কুয়াকাটা- ঢাকা মহাসড়কের দুমকির  পাগলা এলাকায় সড়ক দূর্ঘটনায় নিহত ১ আহত ৭। নিহত শাওন(২২)পটুয়াখালী সদর উপজেলার বদরপুর ইউপির গাবুয়া গ্রামে তার বাড়ি। এ ঘটনায় তুহিন পরিবহনের একটি বাস আটক করেছে পুলিশ। 

দুমকী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা  আবুল বশার জানান, পটুয়াখালীর কুয়াকাটা থেকে তুহিন পরিবহনের একটি বাস দিনাজপুরের দিকে  যাচ্ছিলো। বাসটি পটুয়াখালীর দুমকী উপজেলার পায়রা সেতুর দক্ষিন টোল প্লাজা সংলগ্ন পাগলা এলাকায় পৌছালে বিপরীত দিক থেকে আসা একটি মোটর বাইক গাড়ির বেপরোয়া গতি দেখে পাশে হার্ড ব্রেক করে থামিয়ে দেয়। এ সময় পেছন থেকে  আসা অন্য একটি মোটর বাইক এসে সামনের মোটর বাইকের পেছনে থেকে  জোড়ে ধাক্কা মারলে দুই মটর বাইকের চালকরা ছিটকে রাস্তায় পরে যায়। এ সময় বাসটি নিয়ন্ত্রন হারিয়ে তার সামনের একটি অটোকে ধাক্কা দিলে সেটি রাস্তার পাশে পরে যায়। 

ঘটনার পর পরই স্থানীয়রা আহতদের  উদ্ধার করে পটুয়াখালীর ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক  দ্বিতীয় মোটর সাইকেলের  চালক  শাওন (২২) কে মৃত ঘোষনা করেন। নিহত শাওনের বাড়ি সদর উপজেলার বদরপুর ইউপির গাবুয়া গ্রামে। বাকী আহতদের নাম এখন পর্যন্ত জানা যায়নি।

এবি//দৈনিক দেশতথ্য //মার্চ ৩১,২০২৩//