Print Date & Time : 22 April 2025 Tuesday 4:15 pm

পটুয়াখালী-বরগুনার বৌদ্ধ বিহারে অনুদানের চেক হস্তান্তর

রাকিবুল ইসলাম তনু, পটুয়াখালী : পটুয়াখালী ও বরগুনা দুই জেলার বিভিন্ন বৌদ্ধ বিহারের অনুকূলে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল হতে প্রাপ্ত বিশেষ অনুদানের চেক হস্তান্তর।

শনিবার বেলা ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক (ভারপ্রাপ্ত) মোঃ হুমায়ূন কবিরের সভাপতিত্বে ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শেখ আব্দুল্লাহ সাদীদের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের আওতাধীন বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের সিনিয়র ভাইস চেয়ারম্যান-২ এমপি বেগম আরমা দত্ত, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মুঃ আঃ আউয়াল হাওলাদার, বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ভাইস চেয়ারম্যান সুপ্ত ভূষন বড়ুয়া।

এছাড়াও আরো উপস্থিত ছিলেন, পটুয়াখালী পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ সাজেদুল ইসলাম, পটুয়াখালী জেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা কাজী আলমগীর হোসেন পটুয়াখালী প্রেসক্লাবের সভাপতি স্বপন ব্যানার্জি, প্রেসক্লাবের সাবেক সভাপতি অ্যাডভোকেট কাজল বরন দাস সহ পটুয়াখালী বরগুনা দুই জেলার বিভিন্ন বৌদ্ধ বিহারের নেতৃবৃন্দরা।

আয়োজিত চেক হস্তান্তর অনুষ্ঠানে ২৫ টি চেকে বিভিন্ন বৌদ্ধ বিহারে ৩০ হাজার টাকা করে মোট ৭ লক্ষ ৫০ হাজার টাকা প্রদান করা হয়।

আয়োজিত চেক হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, এখানে আমি অনেকের কথা শুনেছি। সমস্যা অনেক রয়েছে। যে সমস্যাগুলো আমরা চাইলেই শেষ করতে পারবো না। তবে এই সমস্যা সমাধানের চেষ্টা আমরা অবশ্যই করতে পারি। আমাদের বাংলাদেশে ৬৪টি আদিবাসী সম্প্রদায়ের রয়েছে। তাদের কাছে সব সময় চাইলেই আমরা যেতে পারি না। তবে আমরা ধীরে ধীরে হলেও তাদের কাছে পৌঁছাতে পারি । বরগুনা ও পটুয়াখালী জেলাতে সরকারি হিসেবে ৪২০০ আদিবাসী রয়েছে। কিন্তু তাদের কোন কমিউনিটি নেই। এতগুলো মানুষ রয়েছে এই জায়গার ভিতরে কিন্তু তাদের কোন শ্মশান নেই! আমাদের দেশে প্রধানমন্ত্রী নিজের প্রান দিয়ে কাজ করে যাচ্ছে সেখানে ।

অনুষ্ঠান শেষে দুই জন মেধাবী রাখাইন শিক্ষার্থীদের হাতে ১২ হাজার টাকা করে শিক্ষা উপবৃত্তি বৃত্তি তুলে দেন প্রধান অতিথি।

দৈনিক দেশতথ্য//এসএইচ//