Print Date & Time : 4 July 2025 Friday 9:20 am

পত্নীতলায় কালভার্ট নয়, এ যেন মরন ফাঁদ

রাশেদুজ্জামান,নওগাঁ প্রতিনিধি : নওগাঁর পত্নীতলা উপজেলার পাটিচড়া ইউনিয়নের চকনিরখিন (ঠুকনিপাড়া) মোড় হতে বহবলপুর কাচারি হয়ে রাঙামাটি হাটে যাওয়ার সড়কে অবস্থিত কালভার্টটি যেন মরণ ফাঁদে পরিণত হয়েছে।

পারাপারে প্রায়ই ঘটছে দুর্ঘটনা। কার্লভাটের বেশীরভাগ অংশে গর্ত তৈরি হয়েছে। প্রায় দুর্ঘটনায় আহত হচ্ছে পথচারীরা ।

স্থানীয়রা জানান, বর্ষা মওসুমে ওই রাস্তা দিয়ে ১০ চাকার বালি ভর্তি ট্রাক চলাচলে কালভার্টটি ভেঙ্গে যায় বর্তমানে ওই রাস্তাটি নজিপুর হতে ধামইর হাট উপজেলার গুরুত্বপূর্ণ রাঙামাটি হাটে যান চলাচলে জন সাধারণের ভোগান্তি বেড়েছে।

৪ মাস অতিবাহিত হলেও কালভার্টটি পুনঃ স্থাপন বা সংস্কার করা হয়নি।

সরেজমিনে দেখা যায়, কালভার্টটি অধিকাংশই ভেঙ্গে পড়েছে, যেখান দিয়ে প্রতিদিন সব শ্রেনীর লোক যাতায়াত করে। কালভার্ট পারাপারে প্রতিনিয়তই তারা বিপদে পড়ছেন। বেশি ভোগান্তির শিকার হচ্ছেন রোগী, বয়স্ক লোক এবং শিক্ষার্থীরা।

স্থানীয় বাসিন্দারা জানান, এলাকার কেউ অসুস্থ হলে ডাক্তারের কাছে নিয়ে যেতে আমাদের অনেক বিড়ম্বনা পোহাতে হচ্ছে ।

পত্নীতলা উপজেলা প্রকৌশলী ইমতিয়াজ জাহিরুল হক বলেন, কালভার্টটির জন্য জরুরি পদক্ষেপ গ্রহন করা হচ্ছে উপজেলায় আরও ৫ টি কালভার্ট একই অবস্থা এগুলো জরুরি ভাবে সংস্কারের জন্য বরাদ্দ চাওয়া হয়েছে। অনুমোদন পেলে খুব শীঘ্রই টেন্ডারারের মাধ্যমে নির্মাণ কাজ শুরু হবে।

দৈনিক দেশতথ্য//এসএইচ//