রাশেদুজ্জামান,নওগাঁ প্রতিনিধিঃ
নওগাঁর সীমান্তবর্তী উপজেলা পত্নীতলা৷ উপজেলার বুক চিরে বয়ে চলেছে আত্রাই নদী৷এক সময় বড় বড় নৌকা দেশের বিভিন্ন প্রান্তে চলাচল করত ৷ মাঝি মাল্লার হৈ চৈ এ মুখর থাকত এই এলাকা | কিন্তু কালের বিবর্তনে নদীর নাব্যতা বৃদ্ধি পাওয়ার বড় কোন জলজ যান আর তেমন চলাচল করতে পারেনা ৷ যদিও মহাদেবপুর থেকে পত্নীতলা প্রায় ২৭ কিমিঃ নদী খননের কাজ গত বছর সরকার চালু কারায় আবার ফিরছে নদীর যৌবন ৷
বিকাশের এক কর্মকর্তা মুন্না জানান আগে প্রচুর মাছ পাওয়া যেতো ৷ যেমন রুই কালবাউস বোয়াল আইড় কাতলা প্রভৃতি৷তিনি আরো বলেন এ অঞ্চলের অনেক মানুষ এ নদীকে কেন্দ্র করে জীবিকা নির্বাহ করত ৷
কিন্তু সারা বছর নদীতে পানি না থাকার দরুন অনেক লোক তাদের পেশা বদলিয়ে ফেলেছে ৷সরেজমিনে গিয়ে দেখা যায় পত্নীতলা উপজেলার পত্নীতলা ১নং ইউপির ঘোষপাড়া গ্রামে এক অভূতপূর্ব মাছ শিকারের দৃশ্য ৷
প্রায় শতাধিক বিভিন্ন বয়সের মানুষ হাতে হুইল বড়শি নিয়ে নদীর পাড়ে মাছ শিকার করছেন ৷কথা হয় তাদের সাথে, তারা বলেন এখনোও ধান কাটা শুরু হয়নি ৷ তাই তেমন কাজ হাতে নাই |তাই বড়শি নিয়ে নদীতে মাছ | ধরছি ৷ মাছও পাওয়া যাচ্ছে ৷দুপুরের পরপরই শুরু হয় মাছ শিকার ৷আমি ২কেজি ওজনের একটি রুই মাছ পেয়েছি আর ৮০০ গ্রাম ওজনের এক বোয়াল ধরেছি ৷
শখের বশেই আমরা এগুলো করছি ৷আবার কিছু বিক্রি করে হাত খরচাও উঠছে ৷ড্রেজিং করার ফলে নদীর পানি বেশি থাকায় এই মাছগুলো পাওয়া যাচ্ছে ৷
দৈনিক দেশতথ্য//এসএইচ//

Discussion about this post