Print Date & Time : 2 July 2025 Wednesday 1:29 pm

পত্নীতলা ব্যাটালিয়নে ১৪ বিজিবির প্রতিষ্ঠা বার্ষিকী

সাপাহার(নওগাঁ)প্রতিনিধিঃ নওগাঁর পত্নীতলার ১৪ বিজিবির ৫৬তম প্রতিষ্ঠা বার্ষিকী ও প্রীতিভোজ অনুষ্ঠিত হয়েছে।

রোববার দুপুরে পত্নীতলা ১৪ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল হামিদ উদ্দিন পিএসসি’র সভাপতিত্বে অনুষ্ঠানে ৫৬ তম বিজিবির প্রতিষ্ঠা বার্ষিকীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কেক কাটেন রাজশাহী সেক্টরের ভারপ্রাপ্ত সেক্টর কমান্ডার লে. কর্নেল মো. আমীর হোসেন মোল্লা, পিবিজিএম, পিএসসি।

অনুষ্ঠানে নওগাঁ-১৬ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মো. আসাদুজ্জামান পিএসসি,জি, রাজশাহী সেক্টরের অতিরিক্ত পরিচালক (অপারেশন) মেজর আবুল বাসার মো. মোশাররফ হোসেন জিপ্লাস, পত্নীতলা সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. আফতাব উদ্দিন, ১৪ বিজিবির মেজর মোসলেহ উদ্দিন, জয়পুরহাট মহিলা ক্যাডেট কলেজের এ্যাডজুটেন্ট মেজর লুৎফুন নাহার মাসুমা, নওগাঁ সিভিল সার্জন ডা. আবু হেনা মোহাম্মদ রায়হানুজ্জামান সরকার, পত্নীতলা থানার ওসি পলাশ চন্দ্র দেব, উপজেলা মৎস্য কর্মকর্তা আবু সাইদ, স্বাস্থ্য প্রশাসক ডা. খালিদ সাইফুল্লাহ, কৃষি কর্মকর্তা প্রকাশ চন্দ্র সরকার, প্রাণী সম্পদ কর্মকর্তা মনিরুজ্জামান,সড়ক ও জনপথের নির্বাহী প্রকৌশলী মো. সাজেদুর রহমান, নওগাঁ এলজিইডি’র নির্বাহী প্রকৌশলী মো. তোফায়েল আহমেদ, নওগাঁ পবিস-২ এর সিনিয়র জিএম সন্তোষ কুমার সাহা, ডিজিএম শাহীন কবির, ফায়ার সার্ভিস ষ্টেশন অফিসার রায়হান ইসলাম, জেলা সাংবাদিক ইউনিয়ন নেতা মুরাদ হোসেন, পত্নীতলা প্রেসক্লাবের সভাপতি বুলবুল চৌধুরী, নজিপুর প্রেসক্লাবের সভাপতি ফরহার হোসেন, সাপাহার প্রেস ক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলম, সহ-সভাপতি হাফিজুল হক, সাপাহার উপজেলা প্রেস ক্লাবের সভাপতি বাবুল আকতার, সাংগঠনিক সম্পাদক আলমগীর হোসেন, ধামইরহাট উপজেলা প্রেস ক্লাবের সভাপতি আবুমুছা স্বপন, সাংবাদিক আবুল বয়ান মো. আব্দুজ্জাহের প্রমুখ উপস্থিত ছিলেন।

দৈনিক দেশতথ্য//এসএইচ//