Print Date & Time : 6 July 2025 Sunday 12:37 am

পদত্যাগ করলেন ইবির বঙ্গমাতা হলের প্রাধ্যক্ষ

কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের প্রাধ্যক্ষ নিলুফা আক্তার পদত্যাগপত্র জমা দিয়েছেন। সোমবার দুপুরে তিনি পদত্যাগের জন্য আবেদন করেন। বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ আলমগীর হোসেন ভূঁইয়া মঙ্গলবার বিষয়টি নিশ্চিত করেন। আবেদনে তিনি পারিবারিক কারণ দেখিয়েছেন।

এর আগে গত রোববার রাত থেকে নিলুফা আক্তারের বিরুদ্ধে নানা অভিযোগ তুলে তাঁর পদত্যাগের দাবিতে বিক্ষোভ করেন ছাত্রীরা। এ নিয়ে আন্দোলনরত ছাত্রীদের সঙ্গে বিশ্ববিদ্যালয়ের সহ–উপাচার্যসহ কয়েকজন শীর্ষ কর্মকর্তা বৈঠক করেন। ছাত্রীদের অভিযোগ, রোববার রাতে আবাসিক হলের এক ছাত্রী অসুস্থ হয়ে পড়লে তাঁকে দ্রুত হাসপাতালে নিতে সময়মতো প্রাধ্যক্ষের সহযোগিতা পাননি। উল্টো ছাত্রীদের প্রতি বিরক্তি প্রকাশ করেন তিনি। তবে এ অভিযোগ অস্বীকার করেন নিলুফা আক্তার।
 আলমগীর হোসেন জানান, প্রাধ্যক্ষ পদত্যাগের আবেদন করায় ওই হলের জ্যেষ্ঠ হাউস টিউটর রেজাউল করিমকে কো–অর্ডিনেটের দায়িত্ব দেওয়া হয়েছে। এ ছাড়া ছাত্রীদের অন্যান্য সমস্যাগুলো বিশেষ করে, ডাইনিংয়ে খাবারের বিষয়ে নজর রাখা হচ্ছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সরেজমিনে খাবারের মান দেখবে। ছাত্রীদের শিক্ষার পরিবেশসহ আবাসস্থলের পরিবেশ সুন্দর ও স্বাভাবিক রাখতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হবে।

এবি//দৈনিক দেশতথ্য//মার্চ ০৮,২০২২//