Print Date & Time : 21 April 2025 Monday 8:40 pm

এমপি নির্বাচনে লড়তে উপজেলা চেয়ারম্যানের পদত্যাগ

দ্বাদশ জাতীয় সংসদের নির্বাচনে অংশ নিতে কুষ্টিয়ার মিরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান কামারুল আরেফিন পদত্যাগ করেছেন। মিরপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কামারুল আরেফিন কুষ্টিয়া-২ (মিরপুর-ভেড়ামারা) আসনে স্বতন্ত্র প্রার্থী হতে চান বলে জানিয়েছেন।

মঙ্গলবার (২৮ নভেম্বর) দুপুরের দিকে কুষ্টিয়া জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোঃ এহেতেশাম রেজার কাছে পদত্যাগপত্র কাছে জমা দেন কামারুল। 

কামারুল আরেফিন বলেন, মিরপুর উপজেলা চেয়ারম্যানের পদ থেকে সরে যেতে জেলা প্রশাসকের কাছে পদত্যাগপত্র জমা দিয়েছি। আমি বহুবছর ধরে আওয়ামী লীগের সক্রিয় রাজনীতি করি। আমি বারবার নির্বাচিত উপজেলা চেয়ারম্যান। মিরপুরের অনেক উন্নয়ন করেছি। মিরপুর ও ভেড়ামারার আরও উন্নয়নের জন্য মানুষ আমাকে এমপি হিসেবে দেখতে চায়। আগামীকাল নির্বাচন অফিস থেকে মনোনয়নপত্র সংগ্রহ করবো। স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণ করবো। আমাদের জয় হবে ইনশাআল্লাহ। 

তফসিল ঘোষণার পর আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেতে কুষ্টিয়ার ৪টি সংসদীয় আসন থেকে ৪১ জন মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। তাদের মধ্যে বর্তমান সংসদ সদস্য হানিফ, জর্জ, বাদশাহকে দলীয় মনোনয়ন দেয়া হয়েছে। 

কুষ্টিয়া-২ (মিরপুর-ভেড়ামারা) আসনে টানা তিনবার মহাজোটের শরিক জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি হাসানুল হক ইনু আওয়ামী লীগের নৌকা প্রতীক নিয়ে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। তবে এবার আওয়ামী লীগের স্থানীয় নেতারা আসনটি জাসদকে ছেড়ে দিতে নারাজ। তারা আওয়ামী লীগের কাউকে নৌকা প্রতীক দিতে কেন্দ্রে যোগাযোগ করেছিলেন।

রাষ্ট্রপতির ব্যক্তিগত চিকিৎসক ও কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালের সাবেক অধ্যক্ষ ডাঃ ইফতেখার মাহমুদ এবং মিরপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান কামারুল আরেফিন সহ ৬ জন ক্ষমতাসীন দল আওয়ামী লীগের মনোনয়ন পাওয়ার জন্য চেষ্টা করেছিলেন। তবে তাতে কাজ হননি। এবারও নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করবেন ইনু বলে জানা গেছে। 

প্রসঙ্গত, নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী, নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ৩০ নভেম্বর, বাছাই ১ থেকে ৪ ডিসেম্বর, রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল ও শুনানি ৬-১৫ ডিসেম্বর এবং ১৭ ডিসেম্বরের মধ্যে মনোনয়নপত্র প্রত্যাহার করা যাবে। প্রতীক বরাদ্দ দেওয়া হবে ১৮ ডিসেম্বর। নির্বাচনী প্রচারণা চলবে ১৮ ডিসেম্বর থেকে ৫ জানুয়ারি সকাল ৮টা পর্যন্ত। ভোটগ্রহণ হবে ৭ জানুয়ারি।

খালিদ সাইফুল // দৈনিক দেশতথ্য // ২৮ নভেম্বর  ২০২৩