Print Date & Time : 22 April 2025 Tuesday 3:56 pm

পদবঞ্চিত কুষ্টিয়া জেলা ছাত্রদলের ছাত্র সমাবেশ অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক ॥ ছাত্রদলের ৪৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে মঙ্গলবার বিকেলে কুষ্টিয়া শহরে পদবঞ্চিত কুষ্টিয়া জেলা ছাত্রদলের ছাত্র সমাবেশ অনুষ্ঠিত হয়। কুষ্টিয়া জেলা ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক (সাবেক আহ্বায়ক প্রার্থী) রাকিবুল ইসলাম রাব্বির সভাপতিত্বে ও সাবেক সাংগঠনিক সম্পাদক (সাবেক সদস্য সচিব প্রার্থী) রোকনুজ্জামান রাসেলের সঞ্চালনায় ছাত্র সমাবেশে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, কুষ্টিয়া জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ও জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি মেজবাউর রহমান পিন্টু, জেলা কৃষক দলের সাধারন সম্পাদক মোকাররম হোসেন মোকা। ছাত্র সমাবেশে বক্তারা বলেন, জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়েই বসে থাকেননি, তিনি রণাঙ্গনের মাঠে থেকে যুদ্ধ করেছেন। তারই সহধর্মীনি আমাদের গণতন্ত্রের মা, দেশনেত্রী বেগম খালেদা জিয়া দেশের সার্বভৌমত্ব রক্ষা করার জন্য সকল চক্রান্তের বিরুদ্ধে আপোষহীন নেত্রী বলেই তিনি আজ মিথ্যা মামলায় বন্দী। বিনা চিকিৎসায় এ মাফিয়া সরকার তাঁকে মেরে ফেলার গভীর ষড়যন্ত্রে লিপ্ত। তাই গণতন্ত্রের মা, আপোষহীন নেত্রীকে মুক্ত এবং আগামীর রাষ্ট্রনায়ক তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনতে ছাত্রদলের সকল পর্যায়ের নেতা-কর্মীকে ঐক্যবদ্ধ হয়ে রাজপথ দখলের আন্দোলনের জন্য এখনই নিজেদের যোগ্য হিসাবে প্রস্তুত করতে হবে। এছাড়াও বক্তব্য রাখেন শহর ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক সাগীর কোরাইশী, নাঈম শেখ, ছাত্রদল নেতা শহীদুল ইসলাম, লিটন আহম্মেদ প্রমুখ।