বরগুনায় পদ্মাসেতু উদ্বোধন উপলক্ষে দুইশত কবুতর অবমুক্তকরণ করা হয়।
দীর্ঘ অনেক বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে স্বপ্নের পদ্নাসেতুর উদ্বোধন হলো শনিবার (২৫ জুন) দুপুর বারোটার দিকে ফলক উন্মোচন করে সেতুর উদ্বোধন করেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সেতু উদ্বোধনের মধ্য দিয়ে স্বপ্নের দ্বার খুলল এ দেশের দক্ষিনাঞ্চলের মানুষের।
পদ্মাসেতুর উদ্বোধন উপলক্ষে বর্নাঢ্য অনুষ্ঠানের আয়োজন করেছে বরগুনা জেলা প্রশাসন। এর আগে সকাল আটটায় বর্নাঢ্য শোভাযাত্রার আয়োজন করে জেলা আওয়ামী লীগ ও কমিউনিটি পুলিশ। এরপর অনুষ্ঠানের অংশ হিশেবে ২ শত কবুতর উড়িয়ে দিনটি স্বরনীয় করে রাখল জেলা প্রশাসন। প্রধানমন্ত্রী পদ্মাসেতুর উদ্বোধন ঘোষনার সঙ্গে সঙ্গে বরগুনা সার্কিট হাউজ মাঠে রঙ বেরঙের ২ শত কবুতর অবমুক্ত করা হয়।
বরগুনা ১ আসনের সংসদ সদস্য ধীরেন্দ্র দেবনাথ শম্ভু, জেলা প্রশাসক হাবিবুর রহমান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং চেম্বার অব কমার্সের সভাপতি জাহাঙ্গীর কবির এই পায়রা গুলো অবমুক্ত করেন। এরপর একসঙ্গে ২ শত কবুতর একসঙ্গে ডানা মেলে আকাশে উড়ে যায়৷ এসময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসন কর্মকর্তারা ও আওয়ামী লীগের নেতৃবৃন্দ।
বরগুনা জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এবং চেম্বার অব কমার্সের সভাপতি জাহাঙ্গীর কবির বলেন, আমাদেরদক্ষিনবঙ্গের মানুষের স্বপ্ন পূরন হলো আজ। উন্নয়নের নতুন দিগন্ত খুলল। মাননীয় প্রধানমন্ত্রী নিন্দুকদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছেন আমরাও পারি। এখন থেকে সবদিক থেকে সমৃদ্ধ হবে আমাদের দক্ষিনাঞ্চলের জনপদ।
বরগুনা জেলা প্রশাসক হাবিবুর রহমান বলেন, আজকে স্বপ্নের পদ্মা সেতু উদ্বোধন করেছেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই সেতুকে জরিয়ে আছে দক্ষিণাঞ্চের মানুষের আবেগ ও বহু স্বপ্ন। এই মাহেন্দ্রক্ষণকে স্বরনীয় করে রাখতে আমরা ২ শত কবুতর উড়িয়ে দিনটি স্বরনীয় করে রাখলাম।
বেলা সাড়ে এগারোটায় সার্কিট মাঠে মাওয়া প্রান্ত থেকে ভার্চুয়ালি সরাসরি পদ্মাসেতুর উদ্বোধন উপভোগ করে বরগুনার হাজার হাজার মানুষ। সন্ধ্যায় সার্কিট হাউজ মাঠ মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।
আর//দৈনিক দেশতথ্য//২৫ জুন-২০২২//