পদ্মা নদীর ভাঙ্গন রোধে কুষ্টিয়া জেলার মিরপুর উপজেলার তালবাড়ীয়া,বহলবাড়ীয়া ও বারুইপাড়া ইউনিয়ন এবং ভেড়ামারা উপজেলাধীন বাহিরচর এলাকা রক্ষা শীর্ষক ১৪৭২ কোটি টাকার একটি প্রকল্প একনেকে অনুমোদন পেয়েছে।
এজন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং মাহবুব উল আলম হানিফ এমপির প্রতি কৃতজ্ঞতা জানিয়ে দোয়া অনুষ্ঠান করা হয়েছে। বৃহস্পতিবার ( ২ নভেম্বর) বিকালে উপজেলার বারুইপাড়া ইউনিয়নের মীর আব্দুল করীম কলেজ মাঠে এ কৃতজ্ঞতা প্রকাশ ও দোয়া অনুষ্ঠান করা হয়।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজগর আলী সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিরপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট আব্দুল হালিম, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মিরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কামারুল আরেফিন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হাসানুল আসকর হাসু, জেলা যুবলীগের সভাপতি রবিউল ইসলাম, মিরপুর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আমিরুল ইসলাম, তালবাড়ীয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল হান্নান, বহলবাড়ীয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নজরুল ইসলাম মানিক, তালবাড়ীয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তৌসিফ আহম্মেদ সোহান।
বারুইপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শফিকুল ইসলাম মন্টুর সভাপতিত্বে এবং বারুইপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোমিনুল হক মোমিনের পরিচালনায় এ সময় আরো উপস্থিত ছিলেন দৌলতপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ অ্যাডভোকেট শরীফ উদ্দিন রিমন, জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি জেবুন নেছা সবুজ, জেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক গোলাম মোস্তফা, মিরপুর উপজেলা পরিষদের ভাইস চেযারম্যান কাশেম জোয়ার্দ্দার,মিরপুর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মর্জিনা খাতুন, জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি শহিদুল ইসলাম, জেলা ছাত্রলীগের সভাপতি আতিকুর রহমান অনিক, সাধারণ সম্পাদক শেখ হাফিজ চ্যালেঞ্জ, মিরপুর উপজেলা ছাত্রলীগের সভাপতি আসলাম আরেফিন প্রমুখ।
অনুষ্ঠান শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও মাহবুব উল আলম হানিফ এমপির সুস্থতা এবং দেশ ও জাতির মঙ্গল কামনায় বিশেষ দোয়া মোনাজাত করা হয়।
এব//দৈনিক দেশতথ্য//নভেম্বর ০২,২০২৩//