Print Date & Time : 22 August 2025 Friday 10:57 pm

পদ্মা নদী থেকে অর্ধ গলিত লাশ উদ্ধার

কুমারখালী প্রতিনিধি : কুষ্টিয়ার কুমারখালীতে পদ্মা নদী থেকে অজ্ঞাত ব্যক্তির অর্ধগলিত লাশ পুলিশ উদ্ধার করেছে। শনিবার বিকেলে শিলাদহের পদ্মা নদীর খেয়াঘাটের নিকটবর্তী এলাকা থেকে লাশটি উদ্ধার হয়।

এলাকাবাসী জানান, দুপুরের দিকে পদ্মা নদীর খেয়াঘাটের নিকটবর্তী নদীরক্ষা বাঁধের ব্লকের সাথে লাশটি আটকে থাকতে দেখে তারা কুমারখালী থানা পুলিশকে খবর দেন। এ সময় কুমারখালী থানার সাব ইন্সপেক্টর জসিম ঘটনাস্থলে এসে লাশটি উদ্ধার করে নৌ পুলিশের কাছে হস্তান্তর করেন।
কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামরুজ্জামান তালুকদার জানান, ধারণা করা হচ্ছে অর্ধগলিত লাশটি বেশ কয়েকদিন আগেকার। একজন পুরুষের লাশ। তবে লাশের বয়স অনুমান করা সম্ভব হয়নি। সম্ভবত দীর পানিতে লাশটি ভেসে এসেছে। নৌ পুলিশ লাশ তাদের হেফাজতে নিয়েছেন।