Print Date & Time : 20 July 2025 Sunday 12:22 am

পদ্মা সেতুর উদ্বোধনীতে বাইসাইকেলে যাতায়াত, দু’ছাত্রকে সংবর্ধনা!

শেখ নাদীর শাহ্,পাইকগাছা(খুলনা) প্রতিনিধি: খুলনার পাইকগাছা থেকে বাই-সাইকেল যোগে স্বপ্নের পদ্মা সেতুর উদ্বোধনী অনুষ্ঠানে যাতায়াতের পর একাদশ শ্রেণিতে পড়ুয়া দু’শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়েছে। রোববার (২৬ জুন) সকালে পদ্মা সেতুর উদ্বোধন শেষে একইভাবে তারা বাই-সাইকেল চালিয়ে বাড়িতে ফেরার পর স্থানীয়রা তাদেরকে সংবর্ধনা জানান।

জানা যায়, উপজেলার শ্রীকান্ঠুপুর গ্রামের ফরহাদ মাজহার ও বাঁকা গ্রামের আজমল গত ১৮ জুন বাইসাইকেল চড়ে পদ্মা সেতুর উদ্দেশ্যে রওনা দেন। যাত্রা শুরুর পর ২৫০ কিলোমিটার পথ যেতে তাদের
৩২ ঘন্টা সময় লাগে সেতু পর্যন্ত পৌঁছাতে । এর পর গতকাল ২৫ জুন পদ্মা সেতুর উদ্ধোধনী অনুষ্ঠান দেখা শেষে রবিবার (২৬ জুন) সকালে তারা একইভাবে সাইকেল চালিয়ে বাড়িতে ফেরে।

এরপর স্থানীয়দের সহাতায় সাবেক ছাত্রলীগ নেতা ও পুলিশ সদস্য আতাউর রহমান রোববার বিকেল ৫ টায় তাদেরকে রাড়ুলী কলেজিয়েট চত্বরে সংবর্ধনা প্রদান করেন।

শিক্ষক আনন্দ মোহন দাশের সভাপতিত্বে উক্ত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক ছাত্রলীগ নেতা ও পুলিশ সদস্য আতাউর রহমান।

এসময় সংক্ষিপ্ত বক্তব্য রাখেন, সরোজিত কুমার মোড়ল, হাসানুজ্জামান, টুটুল দেবনাথ, আল-আমিন মোড়ল, শুভ দেবনাথ, ইমন, তৌফিক জোয়াদ্দার, সুজন বিশ্বাস, মঙ্গল, সু্ব্রত বিশ্বাস, বিষ্মু, দেবব্রত বিশ্বাস ও খাজা গাজী।

সব শেষে স্বপ্নের পদ্মা সেতুর উদ্বোধনী অনুষ্ঠানে সাইকেল চালিয়ে যাতায়াতের পর একাদশ শ্রেণিতে পড়ুয়া দু’শিক্ষার্থীদেরকে এলাকাবাসীর পক্ষ থেকে সম্মাননা ক্রেস্ট ও ফুুুল দিয়ে সংবর্ধিত করা হয়।

দৈনিক দেশতথ্য//এল//