পদ্মা সেতুর ঐতিহাসিক উদ্বোধন উপলক্ষে বাংলাদেশ প্রেসক্লাব নান্দাইল উপজেলা শাখার আয়োজনে আলোচনা সভা ও মৌসুমী ফল উৎসব অনুষ্ঠিত হয়েছে।
প্রেসক্লাব কার্যালয়ে শনিবার (২৫ জুন) বিকালে ক্লাব কার্যালয়ে এক আলোচনা সভা ও মৌসুমী ফল উৎসব অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ প্রেসক্লাব নান্দাইল উপজেলা শাখার সভাপতি শাহ্ আলম ভূঁইয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক প্রভাষক মোহাম্মদ আমিনুল হক বুলবুলের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন পৌর মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি রফিক উদ্দিন ভূঁইয়া। এতে বিশেষ অতিথি হিসেবে নান্দাইল সাব-রেজিস্ট্রি অফিসের দলিল লেখক সমিতির সভাপতি মোজাম্মেল হোসেন খান, সাবেক আহবায়ক মোহাম্মদ আজহারুল ইসলাম খান সিদ্দিক, প্রভাষক খায়ছারুল আলম ফকির, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এসআইটি সোহাগ আকন্দ, কেন্দুয়া উপজেলার সাংবাদিক মজিবুর রহমান।
এ সময় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রেসক্লাব নান্দাইল শাখার সিনিয়র সহ-সভাপতি হুমায়ুন কবির ভূঞা, সহ-সভাপতি গোলাম মোস্তফা, যুগ্ম সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম, কোষাধ্যক্ষ রিপন চন্দ্র বর্মণ, কার্যনির্বাহী কমিটির সদস্য আবু সাইদ, মো.জিন্নাতুল ইসলাম মিলন, মোস্তফা কামাল, শফিকুল ইসলাম ও নয়ন কান্তি কর।
আর//দৈনিক দেশতথ্য//২৬ জুন-২০২২//

Discussion about this post