Print Date & Time : 7 July 2025 Monday 2:13 am

পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষে মির্জাপুরে বর্নাট্য র‌্যালি

মীর আনোয়ার হোসেন টুটুল, মির্জাপুর (টাঙ্গাইল) সংবাদদাতা:পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষে আজ শনিবার টাঙ্গাইলের মির্জাপুরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ,র‌্যালি এবং সমাবেশ হয়েছে। উপজেলা প্রশাসনের উদ্যোগে সকাল দশটায় উপজেলা পরিষদ মিলনায়তনে শিল্পকলা একাডেমির শিল্পীদের অংগ্রহনে সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। এ সময় উপজেলা নির্বাহী অফিসার মো. হাফিজুর রহমান, এসিল্যান্ড মো. আমিনুল ইসলাম বুলবুল, উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযাদ্ধা মীর এনায়েত হোসেন মন্টু ও পৌরসভার মেয়র সালমা আক্তার শিমুল ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. আজাহারুল ইসলাম ও মীর্জা শামীমা আক্তার শিফা।
অপর দিকে বিকেলে উপজেলা আওয়ামীলীগ শহরে বর্নাট্য র‌্যালি বের করে। র‌্যালিতে মুক্তিযাদ্ধা সংসদ, মির্জাপুর পৌরসভা এবং ১৪ ইউনিয়নের আওয়ামীলীগ ও এর সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেন। র‌্যালিটি মির্জাপুর এস কে পাইলট সরকারী উচ্চ বিদ্যালয় মাঠ থেকে বের হয়ে মির্জাপুর শহর ও ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক প্রদক্ষিন শেষে পুরাতন বাস স্টেশনের উত্তর পাশে মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সামনে সমাবেশ করে। সমাবেশে বক্তব্য প্রদান করেন উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ব্যারিষ্টার তাহরীম হোসেন সীমান্ত।

দৈনিক দেশতথ্য//এল//