Print Date & Time : 18 July 2025 Friday 4:23 am

পদ্মা সেতু উদ্বোধনে অংশগ্রহণ করেন দেলোয়ার হোসেন

দেশতথ্য রিপোর্ট: পদ্মা সেতু বাংলাদেশের গর্ব এবং অহংকার। শনিবার সকালে মাওয়া পয়েন্টে উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়েছেন বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশনের সাবেক চেয়ারম্যান ও কিশোরগঞ্জ-২ আসন (কটিয়াদী ও পাকুন্দিয়া) হতে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী এ কে এম দেলোয়ার হোসেন এফসিএমএ।

“এই সেতু শুধু ইট-সিমেন্ট-স্টিল-লোহার অবকাঠামো নয়, এ সেতু আমাদের অহঙ্কার, আমাদের গর্ব, আমাদের সক্ষমতা আর মর্যাদার প্রতীক। এ সেতু বাংলাদেশের মানুষের৷ এর সঙ্গে জড়িয়ে আছে আমাদের আবেগ, আমাদের সৃজনশীলতা, আমাদের সাহসিকতা, সহনশীলতা আর জেদ।” প্রধানমন্ত্রীর লিখিত বক্তব্য থেকে পাওয়া এই অংশটুকু তিনি কোড করে বলেন, ‘ প্রধানমন্ত্রী আমাদেরকে আরেকটা বিজয় এনে দিলেন। যখন বিশ্ব ব্যাংকসহ অন্যান্য অর্থদানকারী গোষ্ঠীগুলি পিছু হটে গিয়েছিল, তখন সম্পূর্ণ নিজস্ব অর্থায়নে তিনি সিদ্ধান্ত নেন পদ্মা সেতু তৈরি করার। বিজয়ের এই শুভক্ষণে উপস্থিত থাকতে পরে নিজেকে ধন্য মনেকরি।’কিশোরগঞ্জ পাকুন্দিয়ার কৃতি সন্তান ও বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশনের সাবেক চেয়ারম্যান এ কে এম দেলোয়ার হোসেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের জহুরুল হক হলের ছাত্রলীগের রাজনীতির সঙ্গে বিশেষভাবে সম্পৃক্ত ছিলেন। দি ইনস্টিটিউট অব কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশ (আইসিএমএবি) এর প্রেসিডেন্ট হিসেবে দুইবার দায়িত্ব পালন করনে। গত বছর দক্ষিণ এশিয়ান ফেডারেশন অব অ্যাকাউন্ট্যান্টস (সাফা) এর প্রেসিডেন্ট ছিলেন। রুপালী ব্যাংক লিমিটেডের দুই মেয়াদে পরিচালকের দায়িত্ব পালন করেন।

দৈনিক দেশতথ্য//এল//