কুষ্টিয়ার দৌলতপুরেও আনন্দ মিছিল, শোভাযাত্রা, মিষ্টি বিতরণসহ নানা উৎসব পালন করা হয়েছে। এ উপলক্ষে গতকাল শনিবার সকাল ১০টায় দৌলতপুর কলেজ মিলনায়তন থেকে পদ্মা সেতুর উদ্বোধন অনুষ্ঠান প্রজেক্টরের মাধ্যমে সম্প্রচার করা হয়। এসময় দৌলতপুর কলেজের অধ্যক্ষ মো. ছাদিকুজ্জামান খান সুমনসহ কলেজের সকল শিক্ষকবৃন্দ ও শিক্ষার্থীরা উপস্থিত থেকে তা উপভোগ করেন। এরপর দৌলতপুর কলেজের শিক্ষার্থীরা কলেজ চত্বর থেকে একটি আনন্দ মিছিল বের করে। মিছিলটি উপজেলা পরিষদের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কলেজ চত্বরে গিয়ে শেষ হয়।
এদিকে গতকাল বিকোলে উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়নের ভাগজোত বাজারে বর্নাঢ্য শোভাযাত্রা ও আনন্দ মিছিল বের করা হয়। রামকৃষ্ণপুর ইউনিয়নের চেয়ারম্যান সিরাজ মন্ডলের নেতৃত্বে মিছিলটি ভাগজোত বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে শেষ। এতে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেয়। এছাড়াও গতকাল দুপুরে দৌলতপুর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাড. শরীফ উদ্দিন রিমনের নেতৃত্বে দৌলতপুর আওয়ামী লীগের নেতা-কর্মীবৃন্দ বর্নাঢ্য শোভাযাত্রা বের করে। শোভাযাত্রাটি দৌলতপুরে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এরপর দৌলতপুর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাড. শরীফ উদ্দিন রিমন উপস্থিত সকলের মাঝে মিষ্টি বিতরণ করেন।
এবি//দৈনিক দেশতথ্য//জুন ২৫,২০২২//

Discussion about this post