কুমারখালী (কুষ্টিয়া) প্রতিনিধি:
কুষ্টিয়ার কুমারখালীতে পনেরোশত একর জমির জলাবদ্ধতা নিরসনের দাবীতে মানববন্ধন করেছেন এলাকাবাসী। বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদের সামনে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষে পাঁচ শতাধিক মানুষের স্বাক্ষর সম্বলিত গণ পিটিশন উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট দাখিল করা হয়।
মানববন্ধন কর্মসূচিতে উপস্থিত জগন্নাথপুর ইউপি সদস্য মোহাম্মদ আলী, সদকী ইউনিয়ন পরিষদের সাবেক ইউপি সদস্য আব্দুল হামিদ, হাফেজ তানভীর রহমান ও জানে আলম সহ একাধিক ব্যক্তি জানান, সদকী ইউনিয়নের ২০ টি গ্রামের প্রায় পনের শত একর জমিতে তিনবার ফসল উৎপাদন হতো। কিন্তু বেশ কয়েক বছর এলাকার স্বার্থান্বেষী মহল মাছ চাষ করার জন্য পানি বের হবার সব জায়গা বাঁধ দিয়ে আটকে দিয়েছে। যেকারণে একবারের বেশী ফসল উৎপাদন সম্ভব হয় না।
জলাবদ্ধতার কারণে দুইবার ফসল উৎপাদন ব্যাহত হচ্ছে। যেকারণে কৃষিখাতে প্রতিবছর কোটি টাকার ক্ষতি হচ্ছে বলে উল্লেখ করেন তারা। স্থায়ীভাবে সমাধানের জন্য তারা মানববন্ধন ও গণ পিটিশন দিয়েছেন বলে জানান।
উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম মিকাইল ইসলাম জানান, ইতিমধ্যে সদকী ইউপি চেয়ারম্যানকে নির্দেশনা দেওয়া হয়েছে বাঁধ কেটে পানি নিষ্কাশনের ব্যবস্থা করার জন্য।
এবি//দৈনিক দেশতথ্য//সেপ্টম্বর ১৯,২০২৪//

Discussion about this post