রাকিবুল ইসলাম তনু, পটুয়াখালী :কর্মকর্তা কর্মচারীদের আন্দোলনের প্রেক্ষিতে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ড. মোঃ কামরুল ইসলামকে অব্যাহতি প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে পবিপ্রবি রেজিস্ট্রারের কার্যালয়ের পবিপ্রবি/প্রশা-৯১৬/র-১৯/১১/৩৩৭ নং স্মারকে আফিস আদেশের মাধ্যমে তাকে অব্যাহতি প্রদান করে উদ্যানতত্ত্ব বিভাগের প্রফেসর সন্তোষ কুমার বসুকে রেজিস্ট্রারের অতিরিক্ত দায়িত্ব প্রদান করা হয়।
রেজিস্ট্রারকে অব্যাহতি দেয়াসহ অন্যান্য দাবি মেনে নেয়ার আশ্বাস দেয়ায় আন্দোলন প্রত্যাহার করেছে কর্মকর্তা কর্মচারি পরিষদ।
কর্মকর্তা পরিষদের সাধারন সম্পাদক ওয়াজকুরুনী জানান, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ড. কামরুল ইসলাম জাপান গমনের উদ্যেশ্যে ছুটিতে যাওয়ায় তাকে পদ থেকে অব্যাহতি দেয়া হয়েছে। এছাড়া আমাদের বাকি ৬ দফা দাবি মেনে নেয়ার আশ্বাস দেয়ায় আমরা আন্দোলন প্রত্যাহার করে নিয়েছি।
গত ৩০ জানুয়ারি থেকে কর্মবিরতি ও অবস্থান ধর্মঘট করে আসছিলেন বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা কর্মচারীরা। বৃহস্পতিবার দুপুরে আন্দোলনকারী ও রেজিস্ট্রার সমর্থকদের মধ্যে দন্দ্ব হলে জরুরী বৈঠকে বসে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বৈঠক শেষে উপরোক্ত সিদ্ধান্ত গৃহীত হয়।
দৈনিক দেশতথ্য//এসএইচ//

Discussion about this post