পরকীয়া প্রেমের জের ধরে গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় রিংকু বিশ্বাস (২২) নামে এক গৃহবধূ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। ঘটনাস্থল থেকে মৃত্যুর আগে লেখা ওই গৃহবধূর একটি চিরকুট উদ্ধার করেছে পুলিশ। এই চিরকুট নিয়ে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
নিহত গৃহবধূ রিংকু বিশ্বাস (২২) উপজেলার ঝুটিয়া গ্রামের গৌতম হালদারের স্ত্রী ।
স্থানীয় ও পরিবারিকসূত্রে জানাগেছে, উপজেলার নৈয়ারবাড়ী গ্রামের বিপুল হালদারের সাথে ওই গৃহবধুর দীর্ঘদিন পরকিয়া প্রেমের সস্পর্ক ছিল। সেই সুবাদে বিপুল তার অনেকগুলো অন্তরঙ্গ ছবি ও ভিডিও সংগ্রহ করে রাখে। পরবর্তীতে রিংকু বিপুলের সাথে সম্পর্ক রাখতে না চাইলে বিপুল তাকে ছবিগুলো ইন্টারনেটে ছেড়ে দেয়ার ভয় দেখায়। এ নিয়ে তাদের মধ্যে চরমভাবে অশান্তির সৃষ্টি হলে গত সোমবার রাত ৯ টায় রিংকু বিশ্বাস নিজ ঘরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে।
ঘটনার পর থেকেই অভিযুক্ত প্রেমিক বিপুল মন্ডল পলাতক রয়েছেন। বিপুল মন্ডল নৈয়ারবাড়ী গ্রামের বিমল মন্ডলের ছেলে৷
ভাঙ্গারহাট নৌ তদন্ত কেন্দ্রের এসআই শহীদুল ইসলাম বলেন, ঘটনাস্থল থেকে আমরা একটি চিরকুট উদ্ধার করেছি। বিষয়টি তদন্ত করে দেখা হবে। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
এবি//দৈনিক দেশতথ্য//অক্টোবর ১০,২০২২//