মোঃ খায়রুল ইসলাম, ঘাটাইল (টাঙ্গাইল) সংবাদদাতাঃ রাবার বাগানের পরিত্যাক্ত রাবার দিয়ে তৈরি হচ্ছে জ্বালানি তেল। শুনতে অবাক মনে হলেও দীর্ঘ চার বছর গবেষণা করে এমনটিই করে দেখিয়েছেন টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার মোস্তাফিজুর রহমান। শুধু তাই নয়, নিজের উৎপাদিত এ জ্বালানি তেল দিয়ে ধান ভাঙানোর মেশিনও চালাচ্ছেন তিনি। ধান ভাঙানোর এ মেশিন থেকেই উপার্জিত টাকায় সংসারে হাল ধরেছেন তিনি। আর তা দেখতে দূরদূরান্ত থেকে লোকজন ভিড় জমাচ্ছেন মোস্তাফিজের বাড়িতে। সরকারি পৃষ্ঠপোষকতা পেলে বাণিজ্যিকভাবে ডিজেল ও পেট্রোল উৎপাদন সম্ভব বলে দাবি তার।
উপজেলার দুলালিয়া গ্রামের রহমতুল্লাহর ছেলে মোস্তাফিজুর। ছোট সময় থেকেই নানা বিষয় নিয়ে গভেষণায় ব্যস্ত থাকতেন তিনি। বাবা-মা শত চেষ্টা করেও লেখাপড়া করাতে পারেননি তাকে। দেশ-বিদেশে জ্বালানি তেলের সংকট দেখে কিভাবে ডিজেল উৎপাদন করা যায় এ চিন্তা মাথায় আসে তার। তামিল একটি মুভি দেখে তার সে চিন্তা কাজে লাগাতে শুরু করেন। দিনভর পাহাড়ি অঞ্চলে ঘুরে পরিত্যক্ত রাবার সংগ্রহ করতে থাকেন। পরে তা বাড়িতে এনে চুলায় জাল দেন। সেখান থেকে বের হওয়া তরল পদার্থ পরিশোধন করে ধান ভাঙ্গানোর মেশিনে দিলে তা দিব্যি চলতে থাকে। বাজার থেকে জ্বালানি তেল না কিনে নিজের উৎপাদিত ডিজেল দিয়ে ধান ভাঙানোর মেশিন চালিয়ে অর্থ উপার্জন করছেন।
প্রথমে ছেলের এমন কর্মকান্ডে বকাঝকা করলেও পরে সফলতা দেখে খুশি মা লাইলী বেগম, মোস্তাফিজুরের এমন সাফল্যে খুশি তার আত্মীয়স্বজন ও এলাকাবাসী।
দৈনিক দেশতথ্য//এসএইচ//