আসনে আওয়ামী লীগের (নৌকা) প্রার্থী ডা. এ,এস,এম নাজমুল হক সাগরের কর্মী আব্দুল হাকিম তার পরিবারের নিরাপত্তা চেয়ে সহকারি রিটানিং কর্মকর্তার কাছে আবেদন করেছেন। আজ মঙ্গলবার বিকালের দিকে তিনি এ আবেদন করেন। আব্দুল হাকিম মেহেরপুরের গাংনী উপজেলার ধানখোলা ইউনিয়নের আড়পাড়া গ্রামের বাসিন্দা।
আঃ হাকিম তার লিখিত বক্তব্যে বলেন, মেহেরপুর-২ (গাংনী) আসনের আওয়ামী লীগ (নৌকা) এর প্রার্থীর প্রচারনা চালানোর জন্য তার বাড়ির সামনে নিজ উদ্যোগে একটি ছোট দোকানে নির্বাচনি আফিস খোলেন। সোমবার রাত ১১ টার দিকে স্বতন্ত্র প্রার্থী মকবুল হোসেন (ট্রাক) এর কর্মী সাবেক ছাত্রলীগ নেতা শাহিদুজ্জামান শিপু ও জুবায়ের হোসেন উজ্জলের নেতৃত্বে ১০/১২ জনের একটি দল কালো মাইক্রো করে এসে বলেন তুমি নৌকায় ভোট করলে তোমার কপালে দুঃখ আছে।
এসময় আমার পরিবারের লোকজন বাড়ি থেকে বেরিয়ে আসলে তারা পরিবারের লোকজনকেও হত্যার হুমকী দেন। এসময় তারা নৌকা ভেঙ্গে ফেলে ও পোস্টার ছিড়ে ফেলে।
গাংনী উপজলো নির্বাহী অফিসার ও উপজেলা রিটার্নিং কর্মকর্তা প্রীতম সাহা লিখিত অভিযোগ পেয়েছেন জানিয়ে বলেন তদন্ত পূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
সোহাগ//দৈনিক দেশতথ্য//ডিসেম্বর ২৬,২০২৩//

Discussion about this post