Print Date & Time : 11 May 2025 Sunday 10:34 pm

পরিবেশমন্ত্রীর বন্যা আশ্রয়কেন্দ্র পরিদর্শণ ও ত্রাণ বিতরণ

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়কমন্ত্রী শাহাব উদ্দিন এমপি বৃহস্পতিবার (২৩ জুন) মৌলভীবাজার জেলার মৌলভীবাজার জেরার বন্যাকবলিত বিভিন্ন এলাকা পরিদর্শণ করেন।

এসময় তিনি বড়লেখা উপজেলার ছিদ্দেক আলী উচ্চ বিদ্যালয়, চিন্তাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়,হাল্লা সরকারি প্রাথমিক বিদ্যালয়, হাকালুকি উচ্চ বিদ্যালয়, ইউনাইটেড উচ্চ বিদ্যালয় বন্যা আশ্রয়কেন্দ্রসহ বন্যা আশ্রয়কেন্দ্রের দুর্গতদের মাঝে প্রধানমন্ত্রীর উপহারের দেড় হাজার প্যাকেট খাদ্যসামগ্রি বিতরণ করেন।

অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আব্দুল হক, উপজেলা চেয়ারম্যান সোয়েব আহমদ, ইউএনও খন্দকার মুদাচ্ছির বিন আলী, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) রফিকুল ইসলাম সুন্দর, যুগ্ম সম্পাদক অধ্যক্ষ এ কে এম হেলাল উদ্দিন, বিবেকানন্দ দাস নান্টু, উপজেলা ভাইস চেয়ারম্যান তাজ উদ্দিন, থানার ওসি মো. জাহাঙ্গীর হোসেন সরদার,উপজেলা কৃষকলীগের সভাপতি আব্দুল লতিফ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. উবায়েদ উল্লাহ খান, পৌর মেয়র আবুল ইমাম মো. কামরান চৌধুরী, আমেরিকা প্রবাসী আওয়ামী লীগ নেতা বদর উদ্দিন প্রমুখ।

দেশের সর্ববৃহৎ হাওর হাকালুকি হাওরের পানি বৃদ্ধি অব্যাহত থাকায় বন্যা দীর্ঘস্থায়ী হওয়ার আশংকা করা হচ্ছে। গত ৮ দিন ধরে অবর্ণনীয় দুর্ভোগ পোয়াচ্ছেন বড়লেখা,কুলাউড়াও জুড়ি উপজেলার বিভিন্ন ইউনিয়নের পানিবন্দি লক্ষাধিক বানভাসি মানুষ।

আর//দৈনিক দেশতথ্য//২৪ জুন-২০২২//