Print Date & Time : 22 April 2025 Tuesday 2:26 pm

পরিবেশ আইন অমান্য করায় জরিমানা!

মো.আলাউদ্দীন, হাটহাজারীঃ
হাটহাজারীতে পরিবেশ আইন অমান্য করে পুকুর ভরাট করায় ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারী) বিকালের দিকে উপজেলার চিকনদন্ডী ইউনিয়নের নন্দীরহাট এলাকার এ অভিযান চালানো হয়।

জানা যায়, গোপন সংবাদের ভিক্তিতে উল্লেখিত স্থানে গিয়ে নন্দীর দিঘি সংলগ্ন পুকুর ভরাট করায় সত্যতা পাওয়ায় পরিবেশ আইনে ভরাট কাজে জড়িত তৈয়ব আলী নামের এক ব্যক্তি কে ৫০ হাজার টাকা জরিমানা করে তা ডিসিআর মুলে আদায় করা হয়েছে। অভিযান পরিচালনার সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট সহকারী কমিশনার (ভূমি) মো: আবু রায়হান, পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম কার্যালয়ের সহকারী পরিচালক নুর হাসান সজীব এবং হাটহাজারী মডেল থানা পুলিশের একটি দল সাথে থেকে সহযোগিতা করেন।

অভিযান সম্পর্কে জানতে চাইলে নির্বাহী ম্যাজিস্ট্রেট সহকারী কমিশনার (ভূমি) মো: আবু রায়হান অভিযানের সত্যতা স্বীকার করে জানান, পরিবেশ রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

দৈনিক দেশতথ্য//এইচ//