Print Date & Time : 30 July 2025 Wednesday 12:45 pm

পলাশবাড়ীতে সোনালী ব্যাংকের আউটলেট উদ্বোধন

আশরাফুজ্জামান সরকার, গাইবান্ধা প্রতিনিধিঃ- গাইবান্ধার পলাশবাড়ীতে সোনালী ব্যাংক লিমিটেড এর আউটলেট (এজেন্ট ব্যাংকিং) উদ্বোধন করা হয়েছে।

সোমবার উপজেলার হরিনাথপুর ইউনিয়নের হরিনাবাড়ী বাজারে শাখাটির উদ্বোধন করা হয়।

উদ্বোধন করেন, অনুষ্ঠানের প্রধান অতিথি সোনালী ব্যাংক লি: গাইবান্ধা শাখার ডিজিএম মোঃ আহসানুল কবির।

বিশেষ অতিথি ছিলেন, ব্যাংকের গাইবান্ধা শাখার এজিএম মোঃ শফিকুল ইসলাম, হরিনাথপুর ইউপি চেয়ারম্যান হোসাইন মোঃ কবির হোসেন জাহাঙ্গীর ও বীর মুক্তিযোদ্ধা মোঃ আনসার আলী সরকার।

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, সোনালী ব্যাংক পলাশবাড়ী শাখার ব্যবস্থাপক তালুকদার মোঃ আবু আল ইমরান।

আউটলেটটির স্বত্বাধিকারী এস এম নজরুল ইসলাম এবং পরিচালনায় রয়েছেন এসএম মেহেদী হাসান মিঠু।

দৈনিক দেশতথ্য//এসএইচ//