Print Date & Time : 5 July 2025 Saturday 1:52 am

পশুত্বের রাজনীতি বন্ধ করুন : মোমিন মেহেদী


নিজস্ব প্রতিবেদক: নতুনধারা বাংলাদেশ এনডিবির চেয়ারম্যান মোমিন মেহেদী দেশের প্রশাসনের প্রতি আহবান জানিয়ে বলেছেন, ক্ষমতায় থাকার আর আসার রাজনীতি অনেক করেছেন, অনেক ক্ষেত্রে আপনাদের কেউ কেউ পশুত্বে পরিচয়ও দিচ্ছেন, ধর্ম-মানবতার জন্য হলেও এবার পশুত্বের রাজনীতি বন্ধ করুন

৬ মার্চ বিকেল ৩ টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাস চত্বরে জাতীয় শিক্ষাধারার নেতাকর্মীদের সাথে এক সৌজন্য সাক্ষাত আয়োজনে তিনি উপরোক্ত কথা বলেন। জাতীয় সাংস্কৃতিকধারার যুগ্ম আহবায়ক কলি আহসানের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন প্রেসিডিয়াম মেম্বার বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক সামিয়া চৌধুরী, সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা, ভাইস চেয়ারম্যান রবিউল আলম খান, ভারপ্রাপ্ত মহাসচিব নিপুন মিস্ত্রী, যুগ্ম মহাসচিব বিনয় বালা, রবিউল আলম চৌধুরী প্রমুখ।

এসময় মোমিন মেহেদী আরো বলেন, নতুনধারার রাজনীতিকেরা রাশিয়ার ইউক্রেন হামলার নিন্দা জানাচ্ছে। ছাত্র-যুব-জনতার অধিকার আদায়ের জন্য নিবেদিত থাকার পাশাপাশি সাহসের সাথে সকল অন্যায় অপরাধ দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার; তারা কোন নীতি বর্হিভূত কাজ দেখলেই প্রতিবাদ করবে।

দৈনিক দেশতথ্য//এল//