মীর আনোয়ার হোসেন টুটুল, মির্জাপুর (টাঙ্গাইল) সংবাদদাতা: মির্জাপুরে পাঁচ অবৈধ ক্লিনিক,হাসপাতাল ও ডায়াগোনিস্টিক সেন্টারকে জরিমানা এবং সিলগালা করে দিয়েছে ভ্রাম্যমান আদালত।
অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. আমিনুল ইসলাম বুলবুল। আজ রবিবার দুপুরে বিভিন্ন এরাকায় এ অভিযান পরিচালিত হয়। অভিযানে বৈধ কাগজপত্র ও স্বাস্থ্য অধিদপ্তরের অনুমোদন না থাকায় বন্ধু ডায়াগোনিস্টিক সেন্টারকে ১০ হাজার টাকা জরিমানা ও সিলগালা, ডিজিটাল কেয়ার ডেন্টাল ক্লিনিককে ৫ হাজার টাকা জরিমনাা ও সিলগালা, সিয়াম ডায়াগোনিস্টিক সেন্টারকে ৫ হাজার টাকা জরিমানা ও সিলগালা, হালিম আধুনিক জেনারেল হাসপাতালকে সিলগালা এবং আল মদিনা ইসলামিয়া আধুনিক চক্ষু হাসপাতালকে সিলগালা করা হয়েছে।
এ সময় উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. আমিনুল ইসলাম বুলবুল, মির্জাপুর থানার অফিসার ইনচার্জ শেখ আবু সালে মাসুদ করিম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ফরিদুল ইসলাম এবং উপজেলা সেনেটারী পরিদর্শক ইসরাত জাহান উপস্থিত ছিলেন।
এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ফরিদুল ইসলাম বলেন, মির্জাপুরে সরকারী বিধি লঙ্গন করে বেশ কিছু ক্লিনিক, হাসপাতাল ও ডায়াগোনিস্টিক সেন্টার ব্যবসা করে আসছে। অভিযান শুরু হয়েছে। সব অবৈধ ক্লিনিক, হাসপাতাল ও ডায়াগোনিস্টিক সেন্টার বন্ধ করে দেওয়া হবে। তাদের এ অভিযান চলবে।
এ ব্যাপারে উপজেলা ক্লিনিক মালিক সমিতির সভাপতি মো. আনিছুর রহমান আনিছ বলেন, মির্জাপুরে অর্ধশত বেসরকারী ক্লিনিক, হাসপাতাল ও ডায়াগোনিস্টিক সেন্টার রয়েছে। বার বার অনুরোধ করা হয়েছিল।
দৈনিক দেশতথ্য//এল//