Print Date & Time : 23 July 2025 Wednesday 8:32 am

পাঁচ বছরে বাউস: উদ্যোক্তা উন্নয়নের এক সাহসী অভিযাত্রা

ওপেলিয়া কনি , কুষ্টিয়াঃ
বাংলাদেশের উদ্যোক্তা উন্নয়নে অগ্রণী ভূমিকা রাখা বাংলাদেশ উদ্যোক্তা উন্নয়ন সংস্থা (বাউস) আজ ২ জুন ৫ বছর পূর্ণ করলো। ২০২০ সালে কুষ্টিয়ায় যাত্রা শুরু করা এ সংস্থাটি প্রথমে একটি অনলাইনভিত্তিক পণ্য প্রদর্শন ও ক্রয়-বিক্রয় প্ল্যাটফর্ম হিসেবে আত্মপ্রকাশ করলেও বর্তমানে এটি একটি পূর্ণাঙ্গ উদ্যোক্তা কমিউনিটিতে রূপান্তরিত হয়েছে।

প্রতিষ্ঠালগ্ন থেকে বাউস তরুণ উদ্যোক্তাদের সৃজনশীল চিন্তা, উদ্যোগ ও কর্মসংস্থানের সুযোগ তৈরিতে কাজ করে যাচ্ছে।
বাউসের প্রতিষ্ঠাতা মালদ্বীপ প্রবাসী জীবন রহমান মোহন, যিনি নিজের প্রবাসজীবনের অভিজ্ঞতা কাজে লাগিয়ে একটি উদ্ভাবনী প্ল্যাটফর্ম গড়ে তোলার স্বপ্ন বাস্তবায়ন করেন। তার উদ্যোগেই জন্ম নেয় বাউস—একটি এমন প্ল্যাটফর্ম, যা তরুণদের উদ্যোক্তা হয়ে উঠতে অনুপ্রাণিত করে, পাশাপাশি পণ্য বিপণন ও ব্যবসায়িক পরামর্শের সুযোগ সৃষ্টি করে দেয়।

সংস্থাটির মূল লক্ষ্য “সৃজনশীল উদ্যোক্তা তৈরি”। সেই লক্ষ্যেই বিগত পাঁচ বছরে বাউস শত শত উদ্যোক্তাকে নানাভাবে সহায়তা প্রদান করেছে। অনলাইন কার্যক্রম ছাড়াও সংস্থাটি বিভিন্ন প্রশিক্ষণ কর্মশালা, উদ্যোক্তা মেলা, নেটওয়ার্কিং ইভেন্ট এবং বাস্তবভিত্তিক পরামর্শ কার্যক্রমের আয়োজন করে থাকে।

৫ম প্রতিষ্ঠাবার্ষিকী ও ঈদ পুনর্মিলনী উপলক্ষে আগামী ১২ জুন কুষ্টিয়ার পিপাসু রেস্টুরেন্টে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করতে যাচ্ছে সংস্থাটি । আয়োজনে থাকছে উদ্যোক্তাদের সম্মাননা প্রদান এবং আগামী দিনের পরিকল্পনা নিয়ে মতবিনিময় সভা। অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন বাউস-এর সদস্য, উদ্যোক্তা, স্থানীয় বিশিষ্টজন এবং অতিথিবৃন্দ।

ওপেলিয়া কনি //দৈনিক দেশতথ্য//২ জুন ২০২৫//