Print Date & Time : 17 July 2025 Thursday 8:35 pm

পাঁচ হাজার টাকায় বিক্রি হলো ইলিশ

মোঃ রাসেল, বরগুনা: বরগুনার পৌরশহর মাছ বাজারে একটি ইলিশ বিক্রি হয়েছে ৫ হাজার টাকায়। বিষখালী নদীর এই ইলিশটির ওজন হয়েছিল ২ কেজি।

শুক্রবার (১৯ আগস্ট) রাতে বরগুনা মাছ বাজারে বিক্রি হয় ২ কেজির এই  ইলিশটি।

মাছ বাজার সূত্রে জানা যায়, শুক্রবার সন্ধ্যায় বিষখালী নদীতে স্থানীয় এক জেলের জালে বড় সাইজের একটি ইলিশ ধরা পড়ে। পরে ওজন দিয়ে দেখা যায় মাছটির ওজন হয়েছে ২ কেজি। পরে মাছটি বিক্রি করার জন্য বরগুনার পৌর মাছ বাজারে নিয়ে যান ওই জেলে। এরপর তার কাছ থেকে পাঁচ হাজার টাকায় মাছটি কিনে রাখেন বরগুনা মাছ বাজারের একজন খুচরা ব্যাবসায়ী।

এ বিষয়ে বিক্রেতা কামাল হোসেন বলেন, বিষখালী নদীর ইলিশের কদর আছে। আর এ কারণেই এ নদীর ইলিশের দাম এমনিতেই একটু বেশি। এ নদীর ইলিশ সুস্বাদু।  আমি পাঁচ হাজার টাকায় দুই কেজি ওজনের ইলিশটি কিনেছি। এখন কেনা দামের চেয়ে বেশি দাম পেলেই  ইলিশটি বিক্রি করে দেব।

বরগুনা জেলা মৎস কর্মকর্তা বিশ্বজিৎ কুমার দেব বলেন, জেলেরা অবরোধের তাৎপর্য বুঝতে পেরেছে। তাই অবরোধ চলাকালীন সময়ে মাছ শিকার থেকে বিরত থেকেছে। এ সুযোগে নদীর মাছগুলো বড় হতে পারে। এ মৌসুমে বড় সাইজের ইলিশ পাচ্ছে বলে জানা গেছে। 

আর//দৈনেক দেশতথ্য//২০ আগষ্ট-২০২২