Print Date & Time : 20 July 2025 Sunday 2:37 pm

পাইকগাছায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

শেখ নাদীর শাহ্,পাইকগাছা(খুলনা):
খুলনার পাইকগাছায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৩ জুলাই) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা মমতাজ বেগম’র সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান মোঃ আনোয়ার ইকবাল মন্টু।
বিশেষ অতিথি ছিলেন, ভাইস চেয়ারম্যান লিপিকা ঢালী ও শিয়াবুদ্দীন ফিরোজ বুলু, থানার অফিসার ইনচার্জ মোঃ রফিকুল ইসলাম।

এসময় উপজেলার বিভিন্ন সমস্যা ও প্রতিকার প্রসঙ্গে বক্তব্য রাখেন, অধ্যক্ষ মিহির বরণ মন্ডল, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ টিপু সুলতান, শিক্ষা অফিসার বিদ্যুৎ রঞ্জন সাহা, সমাজসেবা কর্মকর্তা সরদার আলী আহসান, মহিলা বিষয়ক কর্মকর্তা রেশমা আক্তার, প্রধান শিক্ষক রবীন্দ্রনাথ দে, আনসার ও ভিডিপি প্রশিক্ষক মোঃ আলতাফ হোসেন,ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ, কওসার আলী জোয়াদ্দার, কেএম আরিফুজ্জামান তুহিন, মান্নান গাজী, আবু শাহাজাদা ইলিয়াস, প্যানেল মেয়র এস এম তৈয়বুর রহমান, প্যানেল চেয়ারম্যান পুলকেশ রায়, শেখ খোরশেদুজ্জামান ও শংকর কুমার বিশ্বাস, জেলা আওয়ামীলীগের সদস্য শেখ আনিছুর রহমান মুক্ত।

উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত সভায়, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষকসহ গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

দৈনিক দেশতথ্য///এস//