Print Date & Time : 28 August 2025 Thursday 2:39 am

পাইকগাছায় ওয়াপদার গেট ভেঙ্গে প্লাবিত হওয়ার আশংকা

খুলনার পাইকগাছার উপজেলার সোলাদানা বাজার সংলগ্ন ওয়াপদা রাস্তার উপর নির্মিত পানি সরবরাহের গেটটি দীর্ঘ দিন ধরে ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। গেট সংলগ্ন এলাকা ভেঙ্গে যাওয়ায় সেখান থেকে জোয়ারের পানি ঢুকে অন্তত ৩/৪ গ্রাম প্লাবিত হওয়ার আশংকা করছেন স্থানীয়রা।

একই অবস্থা বিরাজ করছে পাশের হাড়িভাঙ্গা এলাকায়।

চলতি বর্ষা মৌসুম ও জোয়ারে অতিরিক্ত পানির চাপকে সামনে রেখে নানা আশংকা দানা বেঁধে উঠেছে স্থানীয়দের মধ্যে। তারা জানান, বাঁধের ঝুঁকিপূর্ণ এলাকাগুলো দীর্ঘ দিনেও সংষ্কার না হওয়ায় মূলত এমন অবস্থার সৃষ্টি হয়েছে।

এ বিষয়ে সংশ্লিষ্ট সোলাদানা ইউপি চেয়ারম্যান আবদুল মান্নান গাজীর কাছে জানতে চাইলে তিনি বলেন, সোমবার থেকে ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে স্থানীয়ভাবে কাজ করার ব্যবস্থা নেওয়া হবে।

স্থানীয় ইউ পি সদস্য প্রবীর রায় জানান, তিনি বিষয়টি নিয়ে চেয়ারম্যান ও ওয়াপদা অফিসের এসও কে জানিয়েছেন। তারা ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছেন। এছাড়া তিনি ব্যক্তি উদ্যোগে সেখানে ৫০ বস্তা মাটি ফেলেছেন। তবে এতে কোন ফল হচ্ছেনা।

এব্যাপারে জরুরী ভিত্তিতে পদক্ষেপ নিতে তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরী হস্তক্ষেপ কামনা করেন।

আর//দৈনিক দেশতথ্য//১৮ জুলাই-২০২২//