Print Date & Time : 11 May 2025 Sunday 10:12 am

পাইকগাছায় ক্রীড়া দিবস পালিত

খুলনার পাইকগাছায় জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস পালিত হয়েছে। বুধবার (০৬ এপ্রিল) এ উপলক্ষে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এক বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পরে উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মমতাজ বেগম এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু।

আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জয়নাল আবদীন, উপজেলা সমবায় কর্মকর্তা বেনজির আহম্মেদ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইমরুল কায়েস, পল্লী সঞ্চয় ব্যাংকের ব্যবস্থাপক জয়ন্ত সরকার ও সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা গোবিন্দ দে।

এবি//দৈনিক দেশতথ্য//০৬ এপ্রিল ২০২২//