Print Date & Time : 11 May 2025 Sunday 3:25 am

পাইকগাছায় গাঁজাসহ একজন আটক

খুলনার পাইকগাছা থানা পুলিশ উপজেলার গড়ের আবাদ এলাকায় অভিযান চালিয়ে ৫ শ’গ্রাম গাঁজাসহ আব্দুল্লাহ মোল্লা (৩৫) নামে এক ব্যক্তিকে আটক করেছে। সে গড়ের আবাদের লিয়াকত আলী মোল্লার ছেলে।

থানা পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (১৩ জুন) রাত আনুমানিক ৩ টার দিকে এএসআই নাসির সঙ্গীয় ফোর্সসহ গড়ের আবাদে আব্দুল্লাহর বাড়িতে অভিযান চালিয়ে ৫ শ’ গ্রাম গাঁজাসহ তাকে আটক করে। এব্যাপারে থানায় মাদক দ্রব্য আইনে একটি মামলা হয়েছে।

পাইকগাছা থানার অফিসার ইনচার্জ জিয়াউর রহমান জানান, আটক আব্দুল্লাহকে মঙ্গলবার (১৪ জুন) আদালতের মাধ্যমে জেল-হাজতে পাঠানো হয়েছে।

আর//দৈনিক দেশতথ্য//১৪ জুন-২০২২//