শেখ নাদীর শাহ্,পাইকগাছা(খুলনা): খুলনার পাইকগাছায় ৩শ’ গ্রাম গাঁজাসহ এক যুবককে গ্রেফতার করেছে পুশিশ। গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (১২ মে) বেলা ৩টার দিকে উপজেলার পূর্ব গজালিয়ায় আক্তারুল গাজী(৩৫) নামের ওই যুবককে গাঁজাসহ গ্রেফতার করে থানা পুলিশ। সে পূর্ব গজালিয়া গ্রামের মৃত মোহর আলী গাজীর পুত্র।
পাইকগাছা থানার এ এস আই নাসির উদ্দিন তাকে গ্রেফতারের বিষটি নিশ্চিত করেছেন।
এব্যাপারে পাইকগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জিয়াউর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে মাদকবিরোধী অভিযানে গাঁজাসহ আক্তারুলকে হাতেনাতে গ্রেফতার করা হয়েছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তার বিরুদ্ধে থানায় একটি মামলা রুজু হয়েছে বলেও জানিয়েছেন তিনি।
দৈনিক দেশতথ্য//এল//

Discussion about this post