Print Date & Time : 2 July 2025 Wednesday 2:16 am

পাইকগাছায় গাঁজা গাছসহ চাষী আটক

খুলনার পাইকগাছার হরিঢালীতে বিশালাকৃতির গাঁজা গাছসহ  সঞ্জয় দে (৫০) নামে এক চাষীকে আটক করেছে স্থানীয় ফাঁড়ী পুলিশ।

শনিবার (১৬ জুলাই) সকাল ৭টার দিকে হরিঢালী ফাঁড়ির ইনচার্জ এসআই সঞ্জিত বিশ্বাসের নের্তৃত্বে হরিদাসকাটি একটি পানের বরজের মধ্যে লাগানো গাঁছটি উদ্ধার করে পুলিশ। 

পাইকগাছার হরিঢালী পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই সঞ্জিত বিশ্বাস জানান, গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় ফোর্সসহ সকাল ৭টার দিকে হরিদাশকাটিস্থ সঞ্জয়ের পানের বরজে অভিযান চালিয়ে বিশালাকৃতির গাঁজা গাছটি উদ্ধার করে। আটক সঞ্জয় একই এলাকার মৃত বৈদ্য নাথ দে’র ছেলে। 

এলাকাবাসী জানায়, সে দীর্ঘদিন ধরে গাঁজা সেবন ও চাষ করে আসছে। উদ্ধারকৃত গাছের বয়স এক থেকে দেড় বছর হবে। 

এব্যাপারে পাইকগাছা থানা অফিসার ইনচার্জ (ওসি) জিয়াউর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে হরিঢালী ফাঁড়ি পুলিশ বিশালাকৃতির গাঁজা গাছসহ সঞ্জয় দে নামে একজনকে আটক করেছে। এব্যাপারে মাদক আইনে একটি মামলা হয়েছে। আজ শনিবারই তাকে আদালতের মাধ্যমে জেল-হাজতে পাঠানো হয়েছে বলেও নিশ্চিত করেছেন তিনি।

আর//দৈনিক দেশথ্যত//১৬ জুলাই-২০২২//