Print Date & Time : 12 May 2025 Monday 3:51 am

পাইকগাছায় জাম পাড়তে গাছে উঠে বৃদ্ধ নিহত

খুলনার পাইকগাছার কপিলমুনির প্রতাপকাটিতে জাম পাড়তে গিয়ে ডাল ভেঙ্গে পড়ে মিজানুর রহমান (৬০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন।

শনিবার (১১ জুন) বিকেলে উপজেলার প্রতাপকাটি গ্রামে এ ঘটনাটি ঘটেছে। তিনি ওই এলাকার মোনছোপ গাজীর ছেলে। 

মৃতের পারিবারিক সূত্রে জানাযায়, শনিবার (১১ জুন) বিকেলে মিজানুর প্রতাপকাটিস্থ নিজ বাড়ির পাশ্ববর্তী একটি জাম গাছে জাম পাড়তে ওঠেন। জাম পাড়ার এক পর্যায়ে তিনি গাছের ডাল ভেঙ্গে নিচে পড়ে গিয়ে গুরুতর আহত হন। এর পর তাৎক্ষনিক তাকে উদ্ধার করে প্রথমে তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্রে নিয়ে গেলে তার অবস্থা আশঙ্খাজনক হওয়ায় সেখানে দায়িত্বরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন ৷

সর্বশেষ সেখানে চিকাৎসাধীন অবস্থায় শনিবার রাত সাড়ে ৯টার দিকে তিনি মারা যান। রবিবার (১২ জুন) সকাল ১০ টায় প্রতাপকাটিস্থ তার নিজ বাসভবনে জানাযা নামাজ শেষে পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন হবে বলেও পারিবারিক সূত্রে জানাগেছে৷

আর//দৈনিক দেশতথ্য//১২ জুন-২০২২//