Print Date & Time : 25 August 2025 Monday 3:35 pm

পাইকগাছায় গৃহবধূর আত্মহত্যা

শেখ নাদীর শাহ্, পাইকগাছা(খুলনা): খুলনার পাইকগাছার কপিলমুনিতে হারপিক পান করে মুর্শিদা বেগম (৫০) এক গৃহবধূ আত্মহত্যা করেছে।
সে উপজেলার কপিলমুনি ইউনিয়নের নাছিরপুর এলাকার বাসিন্দা লুৎফুর গোলদারের স্ত্রী।

গৃহবধূর পরিবার ও স্থানীয়রা জানায়, মুর্শিদা বেগম মানুষিক ভারসাম্যহীন ছিলেন।
শুক্রবার সকালে তিনি বাথরুমে রাখা হারপিক পান করলে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য প্রথমে স্থানীয় ক্লিনিক ও পরে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করেন।

সর্বশেষ সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার ভোররাতে তার মৃত্যু হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে পাইকগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ রিয়াদ মাহমুদ জানান, ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।