Print Date & Time : 21 August 2025 Thursday 4:37 pm

পাইকগাছায় জালের দড়িতে অজ্ঞাত মহিলার লাশ!

খুলনার পাইকগাছা থানা পুলিশ বৃহস্পতিবার দুপুরের পর উপজেলার শালিখা নদী থেকে ভাসমান অবস্থায় ত্রিশোর্দ্ধ অজ্ঞাত পরিচয় এক মহিলার লাশ উদ্ধার করেছে।

থানা পুলিশ ও স্থানীয়রা জানান, বিকেল ৫টার দিকে লাশটি উপজেলার শালিখা নদীর রাড়লীর শালিখা-কাঠিপাড়া কাঠের সেতুর অদূরে জালের দড়িতে আটকে ভাসতে দেখে স্থানীয় পুলিশকে খবর দেয়। পরে খবর পেয়ে পুলিশ লাশটি উদ্ধার করেছে।

স্থানীয়রা জানান, দুপুর আড়াইটার দিকে নদীতে শালিখার মকিম গাজীর পাতা জালের দড়িতে আটকানো অবস্থায় লাশটি ভাসতে দেখে প্রথমে স্থানীয় জনৈক জাহাবক্স সরদার অন্যান্যদের খবর দেয়। পরে পুলিশে খবর দিলে বিকেল ৫ টার দিকে তার লাশটি উদ্ধার করে তারা।

পার্শ্ববর্তী জনৈক চা দোকানি ইব্রাহিম জানান, মেয়েটি আগের দিন বুধবার তার দোকানে খাবার চাইতে এসেছিল। এসময় তাকে দেখে অপ্রকৃতিস্থ দেখাচ্ছিল। এছাড়া স্থানীয়রা তাকে পাশের একটি মৎস ঘেরে নেমে দীর্ঘক্ষণ ধরে গোসল করতে দেখেন। এসময় তাকে সেখানে পরিধেয় কাপড় শুকাতেও দেখেন তারা।

পাইকগাছা থানা অফিসার ইনচার্জ (ওসি) জিয়াউর রহমান জানান, বিকেল ৫টার দিকে লাশটি উদ্ধার করে সুরোতহাল রিপোর্ট শেষে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরন করা হয়েছে। এছাড়া তিনি স্থানীয়দের উদ্বৃতি দিয়ে জানান, আগের দিন মহিলাটিকে তারা আশপাশের এলাকায় ঘোরা ঘুরি করতে দেখেছিল। এসময় তাকে মানসিক ভারসাম্যহীন বলেও মনে হয় বলেও জানান তিনি।

এবি//দৈনিক দেশতথ্য//অক্টোবর ০৬,২০২২//