Print Date & Time : 4 August 2025 Monday 6:27 am

পাইকগাছায় জাল টাকাসহ নারী গ্রেফতার

শেখ নাদীর শাহ্,পাইকগাছা(খুলনা) প্রতিনিধি:
খুলনার পাইকগাছায় ৪০ হাজার টাকার জাল নোটসহ মোছাঃ নূরজাহান খাতুন(৩৭) নামে এক নারীকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।

শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে উপজেলার কপিলমুনি ইউনিয়নের কাশিমনগর পুলিশ বক্সের সামনের পাঁকা রাস্তার উপর থেকে বিশেষ অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়।

এ সময় আসামির হেফাজতে থাকা ৪০(চল্লিশ) টি ১০০০/-(একহাজার) টাকা মূল্য মানের বাংলাদেশী জাল নোট উদ্ধার করা হয়।

ধৃত মোছাঃ নূরজাহান খাতুন(৩৭) উপজেলার শিববাটীর ০৯ নং ওয়ার্ডের বাসিন্দা শরফত মোল্যার মেয়ে।

শনিবার (১০ ফেব্রুয়ারি) সকালে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।

সর্বশেষ এ ঘটনায় এসআই (নিঃ) শেখ ইমরুল করিম বাদী হয়ে পাইকগাছা থানায় ধৃত আসামীর বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা দায়ের করেছেন।

দৈনিক দেশতথ্য//এইচ//