১৫০ জনকে আসামি করে মামলা। চার জন গ্রেফতার
খুলনার পাইকগাছায় সরকারবিরোধী (নাশকতা) পরিকল্পনাকালে পুলিশের গাড়ি লক্ষ করে ককটেল নিক্ষেপ ও ইটের আঘাতে দু’ পুলিশ সদস্য আহত হয়েছেন। এসময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বাধ্য হয়ে পাঁচ রাউন্ড গুলি ছোড়া হয়েছে বলেও জানিয়েছে পুলিশ। সর্বশেষ এ ঘটনায় ৪০ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ১৫০ জনকে আসামি করে পুলিশের দায়েরকৃত মামলায় ৪ জনকে গ্রেফতার করা হয়েছে। রোববার (২৯ অক্টোবর) রাতে উপজেলার আলমতলা এলাকায় এ ঘটনা ঘটেছে।
গ্রেফতারকৃতরা হলো, উপজেলার গড়ুইখালীর শান্তা এলাকার নাজির সরদার (৫২), সোলাদানার ভিলেজ পাইকগাছা এলাকার পল্লী চিকিৎসক শফিকুল ইসলাম (৪২), গদাইপুর এলাকার বাসিন্দা জিয়াউদ্দিন নায়েব (৪৫) ও শেখ ইনামুল ইসলাম।
ঘটনার সত্যতা নিশ্চিত করে পাইকগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: রফিকুল ইসলাম জানান, গতকাল রাতে উপজেলার আলমতলা এলাকায় দেশব্যাপী জামায়াত বিএনপির ডাকা হরতাল সফল করতে ও সরকার বিরোধী (নাশকতার) পরিকল্পনাকালে থানা পুলিশের নিয়মিত টহল গাড়ি ওই এলাকায় পৌঁছালে তারা গাড়িটিকে লক্ষ করে ককটেল নিক্ষেপ ও ইট-পাটকেল ছুড়তে থাকে। এময় পুলিশ সদস্য আব্দুর রহমান ও ঝন্টু দাশ আহত হলে তাদেরকে চিকিৎসার জন্য পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
সর্বশেষ ওই ঘটনায় ৪০ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ১৫০ জনকে আসামি করে থানায় একটি মামলা হয়েছে। ওই মামলায় জামায়াত-বিএনপির ৪জন নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে বলেও নিশ্চিত করেন তিনি।
এবি//দৈনিক দেশতথ্য//অক্টোবর ৩০,২০২৩//

Discussion about this post