Print Date & Time : 21 April 2025 Monday 2:17 pm

পাইকগাছায় তারেক রহমানের পক্ষে শীতবস্ত্র বিতরণ 

শেখ নাদীর শাহ্,পাইকগাছা(খুলনা):
হাড়কাঁপানো শীতের তীব্রতা ও ঘন কুয়াশায় বিপর্যস্ত সুন্দরবন উপকূলীয় খুলনার পাইকগাছায় দুই সহস্রাধিক অসহায়,দরিদ্র মানুষের মাঝে তারেক রহমানের পক্ষে কম্বল বিতরণ করা হয়েছে। শনিবার (১৮ জানুয়ারি) সকালে বাংলাদেশ সংবাদ সংস্থা-বাসসের চেয়ারম্যান ও দৈনিক ইত্তেফাক’র যুগ্ম সম্পাদক আনোয়ার আলদীন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উক্ত শীতবস্ত্র বিতরণ করেন।

উপজেলা বিএনপির সভাপতি ডা.আব্দুল মজিদের সভাপতিত্বে উপজেলার কপিলমুনির শ্রীরামপুরস্থ জিয়া প্রাইমারি হেলথ কেয়ার সেন্টার মাঠ প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, বিএনপির কেন্দ্রীয় কমিটির অন্যতম সদস্য ও যশোর-৬ আসনের (কেশবপুর) ধানের শীষের সংসদ সদস্য প্রার্থী আবুল হোসেন আজাদ, পাইকগাছা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবুল হোসেন, সাংবাদিক ও মানবাধিকার কর্মী এস এম মুস্তাফিজুর রহমান পারভেজ, দীপ্ত নিউজের সম্পাদক ও প্রকাশক শেখ দীন মাহমুদ, কপিলমুনি প্রেসক্লাবের আহবায়ক এইচ, এম শফিউল ইসলাম, বিএনপি নেতা শাহাদাত হোসেন ডাবলু, সেলিম রেজা লাকি, মোস্তফা মোড়ল, সন্তোষ কুমার দে, তুষার কান্তি মন্ডল, সাংবাদিক স ম নজরুল ইসলাম, তপন পাল, আনোয়ারুল ইসলাম, শহিদুল ইসলাম, আকিজ উদ্দিন, বাবুল মোড়ল, আবুল কাশেম হাজরা, অলিউল ইসলাম, শেখ খাইরুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

প্রধান অতিথির বক্তৃতায় আনোয়ার আলদীন বলেন, শীত-দুর্যোগ-দুঃসময়ে আমরা বিগত দিনেও এ অঞ্চলের অসহায় দুস্থ মানুষদের নিয়মিত সাধ্যমতো সর্বাত্মক সাহায্য সহযোগিতা করার চেষ্টা করছি। রমজানে মাসব্যাপী তিন শতাধিক গরিব অসহায় মানুষের জন্য ইফতারের ব্যবস্থা করা হচ্ছে । এ অঞ্চলের অবহেলিত রাস্তাঘাটগুলোর উন্নয়নে আমরা সাধ্যমত চেষ্টা করছি । মসজিদ, মাদ্রাসা,হাসপাতাল প্রতিষ্ঠা করা হয়েছে। তাছাড়া সুপেয় পানির অভাব দূর করতে কয়েকটি গ্রাম ও বাজারে ডিপ টিউবওয়েল বসানো হয়েছে।

এবি//দৈনিক দেশতথ্য //জানুয়ারী ১৯,২০২০//